কলকাতা: সকাল সাড়ে এগারোটা। বিমান বন্দরের ভিতর সিকিউরিটি চেকিং চলছে। হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এক ফরাসি ব্যক্তি। বছর ৬৮ বয়সের ওই ব্যক্তিকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে এলেন কর্তব্যরত সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) জওয়ান। খুব বেশি কিছু না ভেবেই বুকে চাপ দিয়ে সিপিআর (Cardiopulmonary Resuscitation) প্রক্রিয়া শুরু করে দিলেন। কিছুক্ষণের চেষ্টায় জ্ঞান ফেরে তাঁর। ইতিমধ্যে খবর চলে গিয়েছে কর্তব্যরত চিকিৎসকের কাছেও। তিনি এসে পরীক্ষা করলেন বার্ট্রান্ড প্যাট্রিককে। ফিট দেখে প্লেনে চড়ার অনুমতি দিলেন তাঁকে।
ঘটনাটি দিল্লি এয়ারপোর্টের। ২৬ জানুয়ারি সকালে প্যারিসের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়ার অপেক্ষায়। তার আগে নিয়মমাফিক সিকিউরিটি চেকিং চলতে চলতেই এমন ঘটনা ঘটে যায়। সেই মুহূর্তেই কর্তব্যরত সাব ইনস্পেকটর পুনম কুমার তিওয়ারি ঘটনাস্থলে আসেন। তাঁর চেষ্টাতেই বার্ট্রান্ডকে সিপিআর প্রক্রিয়ায় সুস্থ হয়ে ওঠেন।
সিপিআর কীভাবে করে (How To Do CPR) ?
- প্রথমেই রোগীর নিশ্বাস চলছে কি না দেখে নিন। নিশ্বাস না চললে নিচের প্রক্রিয়ায় সিপিআর করতে হবে।
- রোগীকে সমান জায়গা দেখে চিৎ করে শুইয়ে দিতে হবে।
- এর পর ওই ব্যক্তির কাছাকাছি হাঁটু গেড়ে বসে পড়তে হবে। হাঁটুর মধ্যে দূরত্ব নিজের কাঁধ সমান চওড়া হতে হবে।
- এরপর একটা হাতের তালু ওই ব্যক্তির বুকের ঠিক মাঝখানে রাখুন। অন্য হাত ওই হাতের উপরে এনে আঙুলের ফাঁকে আঙুল রাখতে হবে।
- যাতে এক হাতের একটা আঙুলের পর অন্য হাতের একটা আঙুল থাকে। এই অবস্থায় উপরের হাতের আঙুল মুড়ে নিচের হাত ধরতে হবে।
- নিজের শরীর এমনভাবে রাখুন যাতে কাঁধ সরাসরি হাত দুটির উপরে থাকে। তাই হাত একদম সোজা রাখুন। কনুই নাড়ানো যাবে না।
- এই অবস্থায় বুকে জোরে জোরে চাপ দিতে হবে। চাপ অন্তত দুই ইঞ্চি ভিতর গভীরে যেন যায়।
- খুব দ্রুত এটি করতে হবে। এক মিনিটে ১০০ থেকে ১২০ বার এভাবে চাপ দিতে হবে। প্রতি চাপের পর বুক স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সময় দিতে হবে।
- এইবার ব্যক্তির মুখে মুখ লাগিয়ে জোরে নিজের শ্বাস তাঁকে দিতে হবে। এই সময় তাঁর নাক বন্ধ করে রাখুন। খেয়াল রাখুন, দেওয়ার সময় তাঁর বুক ফুলে উঠছে কি না। সেটা জরুরি। তা না হলে দুই মুখের ফাঁক দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার ওই কাজ করতে হবে।
- শ্বাস দেওয়ার এই প্রক্রিয়া ১-২ সেকেন্ডের মধ্যে করতে হবে। প্রতি ৩০ বার বুকে চাপ দেওয়ার পর মুখ দিয়ে দুবার শ্বাস দিতে হবে। দুবার বুকে চাপ দেওয়ার মধ্যে ১০ সেকেন্ডের বেশি তফাত কোনওমতেই হতে দেওয়া যাবে না। একবার শ্বাস দেওয়ার পর বুক ফুলে নেমে এলে পরের শ্বাস দিতে হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Mobile Surfing: ফোন ঘেঁটেও দিব্যি ভাল থাকা যায়! সঠিক কায়দা জানলেই হবে