YouTuber in Jail: জেনেবুঝে 'প্লেন ক্র্যাশ'! অল্প সময়ে চাই প্রচুর ভিউ, ২০ বছর জেলের সাজা ইউটিউবারের

YouTuber: অল্প সময়েই চাই জনপ্রিয়তা। ইউটিউবে ভিউ বাড়াতে প্রাণের ঝুঁকি নিয়ে শ্রীঘরে ইউটিউবার।

Continues below advertisement

YouTuber in Jail: সোশ্যাল মিডিয়ায় (Social Media) অল্প সময়ে জনপ্রিয় হওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরনের আজব উপায় বেছে নেন। তবে সম্প্রতি এক ইউটিউবার (YouTuber) যা করেছেন তা কল্পনার অতীত। তাঁর কীর্তিকলাপের জন্য জেলও হয়েছে ওই ব্যক্তির। জানা গিয়েছে, ওই ইউটিউবার নিজের প্লেন ক্র্যাশ (Plane Crash) করিয়েছেন ইচ্ছাকৃত ভাবে। যদিও বিমান ভেঙে পড়ার আগে নিরাপদেই সেখানে থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। ইউটিউবে একটু বেশি ভিউ পাওয়ার জন্য, সংবাদ শিরোনামে আসার জন্য, স্বল্প সময়ে জনপ্রিয় হওয়ার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন ওই ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় এই কাজের জন্য সত্যিই একলাফে অনেক ভিউ বেড়েছে তাঁর। কিন্তু এখানেই শেষ নয়। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ২০ বছরের জেল হয়েছে ওই ইউটিউবারের। যে কাণ্ড তিনি ঘটিয়েছেন তার জেরে প্রাণহানিও হতে পারত তাঁর। শুধু ওই ব্যক্তি নয়, যেখানে তিনি প্লেন ক্র্যাশ করিয়েছেন সেখানে অর্থাৎ ওই এলাকায় থাকা লোকজনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। এই সবের নিরিখেই ওই ইউটিউবারের ২০ বছরের জেলের সাজা হয়েছে।

Continues below advertisement

যে ইউটিউবারের ২০ বছর জেলের সাজা হয়েছে তাঁর নাম ট্রেভর ড্যানিয়েল জ্যাকব। ২৯ বছরের এই ইউটিউবার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ২০২১ সালের ২৪ নভেম্বর ইচ্ছাকৃত প্লেন ক্র্যাশ করিয়েছিলেন। নিজে অবশ্য প্যারাশুটের সাহায্যে নিরাপদেই প্লেন থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গোটা ঘটনা ভিডিও ক্যামেরায় ফ্রেমবন্দি করেছিলেন এই ইউটিউবার। রুক্ষ শুষ্ক একটি ঝোপে বিমানটি ভেঙে পড়েছিল। এই বিমান ভেঙে পড়ার মুহূর্ত এবং গোটা ঘটনাই ভিডিও করে ইউটিউবে আপলোড করেছিলেন ওই যুবক। ক্যাপশনে লিখেছিলেন 'আই ক্র্যাশড মাই এয়ারপ্লেন'। নিমেষেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। একই সঙ্গে এই ভাইরাল ভিডিওর মাধ্যমে ইউটিউবের তরফে টাকাও পান তিনি। আর এই সবকিছুর মধ্যে Federal Aviation Administration (FAA)- এর নজরেও আসে এই ভিডিও। 

এরপরেই তদন্ত শুরু করে Federal Aviation Administration (FAA) সংস্থা। জ্যাকবের সঙ্গে কথা বলা হয়। যুবক জানান তিনি ইচ্ছে করেই প্লেন ক্র্যাশ করিয়েছিলেন। এর পাশাপাশি তিনি আরও জানান যে বিমানের ধ্বংসাবশেষ নষ্ট করে তদন্তে বাধা দেওয়ার চেষ্টাও করেছিলেন। পুরো তদন্ত করার পর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ট্রেভর ড্যানিয়েল জ্যাকবকে ২০ বছরের জেলের সাজা শোনানো হয়েছে।

আরও পড়ুন- খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

Continues below advertisement
Sponsored Links by Taboola