Malaysian Airlines MH370 Update: ২০১৪ সালের ৮ মার্চ সকাল। বেজিং এয়ারপোর্টে অপেক্ষারত মানুষের ভিড়। তাদের পরিজনদের সেখানে পৌঁছানোর কথা ভোর ভোর। অথচ তখনও কুয়ালা লামপুর থেকে এসে পৌঁছায়নি বিমান। সাধারণত বিমান এসে না পৌঁছালে দেরি বা কতক্ষণ দেরি তা ডিসপ্লে বোর্ডে দেখায়। কিন্তু সেদিন বেজিং এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেখানোর মতো কিছুই ছিল না। কারণ যা খবর আসছে, তা বেশ ভয়ঙ্কর। জানা যাচ্ছে, ফ্লাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্লাইটের নম্বর এমএইচ৩৭০। মালয়েশিয়া এয়ারলাইনস। ফ্লাইটটি সত্যিই আর খুঁজে পাওয়া যায়নি। আজ ১০ বছর কেটে গিয়েছে। একের পর এক বহুমূল্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছিল বিভিন্ন দেশের সরকার। টাইটানিকের মতো জাহাজ খুঁজে পাওয়া গেলেও কোনও খোঁজ মেলেনি এমএইচ৩৭০-এর।
বিজ্ঞানীদের নয়া প্রচেষ্টা
অত্যাধুনিক প্রযুক্তি সেই সময় ব্যবহার করা হয়েছিল। কয়েক মাস নয়, এক বছরেরও বেশি সময় ধরে খোঁজ করা হয়েছিল বিমানটির। কিন্তু কোনও খোঁজ মেলেনি। এবার কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন করে শুরু করতে চলেছেন এই অনুসন্ধান প্রক্রিয়া। সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তির মাধ্যমে শুরু হবে সেই খোঁজ। পদ্ধতিটির নাম সি এক্সপ্লোশন।অর্থাৎ সমুদ্রের নিচে বিষ্ফোরণ। সায়েন্টিফিক রিপোর্টে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞানীরা বলেন, জলের নিচে নিয়ন্ত্রিত ভাবে বিষ্ফোরণ ঘটানো হবে। এর পর সেই তরঙ্গগুলিকে পরীক্ষা করে দেখাবে। তরঙ্গের ফাঁদেই ধরা পড়বে এমএইচ ৩৭০-র অবস্থান। তবে কোথায় চলবে এই খোঁজ ? তাও জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু সেই স্থানই কেন তা জানতে হলে পিছিয়ে যেতে হবে ১০ বছর।
ঠিক কী ঘটেছিল বিমানটির সঙ্গে ?
বিমানটি আকাশে ওড়ার পরেই তাঁর সিগনাল বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধানকারীদের অনুমান, পাইলট নিজেই সে কাজ করেন। অথবা প্লেন হাইজ্যাক করে কেউ সেই কাজ করান। ওই সিগনাল বন্ধ হয়ে গেলে এটিসি প্লেনটি দেখতে পায় না। কিন্তু মিলিটারি সিগনালে প্লেনটিকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই শুরু হয়েছিল অনুসন্ধান। দেখা যায়, প্লেনটি উত্তরদিকে বেজিং অভিমুখে না গিয়ে দক্ষিণে ভারত মহাসাগরের দিকে চলে যায়। সেই মহাসাগরেরই একটি অংশে চলবে অনুসন্ধানকার্য। নিয়ন্ত্রিত বিষ্ফোরণ ঘটিয়ে সমুদ্রতলের উপর খোঁজা হবে প্লেনের ভগ্নাবশেষের অবস্থান।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Story Of 6 Monks: কোটি টাকার প্যাকেজ ছেড়ে সন্ন্যাস নিয়েছেন এই আইআইটিয়ানরা, অবাক করবে কারণটা