Indian Mountaineer Satyadeep Gupta sets new record: মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে একই দিনে! পাশাপাশি একই মরসুমে একবার নয়, দুবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গজয় ! এভাবেই নয়া রেকর্ড গড়লেন সত্যদীপ গুপ্ত। মে মাসের এক মরসুমে এই দুই পর্বতশৃঙ্গ জয় করে ফিরেছেন সত্যদীপ। উত্তরপ্রদেশের পিলভিটের ছেলে সত্যদীপ গুপ্ত। এক মরসুমে বিশ্বের অন্যতম বৃহৎ দুটি পর্বতশৃঙ্গ দুবার জয় করার ঘটনা এই প্রথম। প্রসঙ্গত ৮৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট ছুঁয়েছেন সত্যদীপ। এর মাত্র ১১ ঘন্টার মধ্যেই পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট লোৎসে জয় করেন তিনি। এই পর্বতটির উচ্চতা ৮৫১৬ মিটার। এই দুটি শৃঙ্গ জয়ের মধ্যে সময়ের তফাত ছিল মাত্র ১১ঘন্টা ১৫ মিনিট।


কখন কোন শৃঙ্গজয় করেন সত্যদীপ ?


পিটিআই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পাওনিয়ার অ্যাডভেঞ্চার এক্সপেডিশনে প্রতিনিধি জানায়, সোমবার দুপুরবেলা একটি নাগাদ মাউন্ট লোৎসে জয় করেন সত্যদীপ। এর পর রাত পৌনে একটা নাগাদ মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। প্রসঙ্গত, এই সংস্থাই সত্যদীপের অভিযানের সমস্ত বন্দোবস্ত করেছিল। সংস্থার কথায়, দুটো বিষয়ে রেকর্ড গড়েন সত্যদীপ। একটি হল সবচেয়ে কম সময়ে এক শৃঙ্গ থেকে অন্য আরেক শৃঙ্গে অভিযান ও সেই শৃঙ্গজয়। এই ব্যাপারে তিনিই প্রথম ভারতীয় যে এই রেকর্ড গড়ল। পাশাপাশি এই দুই শৃঙ্গ একই মরসুমে দুবার জয়। এই ব্যাপারে গোটা বিশ্বেই প্রথম তিনি।


এর আগের শৃঙ্গজয় কবে ?


সংস্থার প্রতিনিধির কথায়, প্রথমবার এই দুটি শৃঙ্গজয় করেন ২১ মে ও ২২ মে। ২১ মে মাউন্ট এভারেস্ট জয় করেন সত্যদীপ। এর পর ২২ মে মাউন্ট লোৎসে জয় করে ফেরেন সত্যদীপ। তাঁর সঙ্গে গাইড হিসেবে দুজন শেরপা ছিলেন। একজন পাস্তেম্বা শেরপা। অন্যজন নিমা উংগড়ি শেরপা।


মাউন্ট কিলিমাঞ্জারো


পর্বতারোহণের নেশা রয়েছে সত্যদীপের। এর আগে তিনি মাউন্ট কিলিমাঞ্জারোতেও পর্বতারোহণ করেন। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো ৫৮৯৫ মিটার উঁচু। ১০ বছর আগে আফ্রিকার ওই শৃঙ্গজয় করেন সত্যদীপ। সেখানে স্টেলা পয়েন্ট ছুঁয়ে ফিরে আসেন তিনি। তাঁর ইনস্টা পোস্টের কথায়, আবহাওয়া ভাল থাকলেও তার পর আর যাননি তাঁরা। তবে এবার বিশ্বে এক নয়া রেকর্ড গড়লেন উত্তরপ্রদেশের ছেলে সত্যদীপ গুপ্ত।


আরও পড়ুন - Viral Video: উত্তর না পড়েই খাতা ‘দেখছেন’ রিল বানাতে ব্যস্ত শিক্ষিকা, দায়ের FIR


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।