কলকাতা: শীতকাল (Winter) আর মাঙ্কি টুপি (Money Cap) অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। মাথা, কান, গলা ঢাকা এমন শীতবস্ত্র হাল আমলের ফ্যাশনেও দেখা যায় না। তবে দেখতে বিষয়টি 'হনুমান-সুলভ' বলেই বোধহয় তেমন আমল পায়না আমজনতায়। 'মাঙ্কি টুপি' পরিহিত লোকজন দেখলে যেন হাসির উদ্রেক হয়। তাই হনুমান টুপিকে বেশ কায়দা করে টুপি করে নেওয়ার চল হয়েছে। অথচ এবার ভাবলে অবাক হতে হবে যে এই মাঙ্কি টুপিই বিকোচ্ছে ৩১ হাজার টাকায়!
শুনে হাঁ হয়ে যাওয়ার মতোই পরিস্থিতি। টুইটারে এক ইউজার একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে খাকি রঙের একটি মাঙ্কি টুপি বিকোচ্ছে ৩১, ৯৯০ টাকায়। যদিও সেটি ডিসকাউন্ট দিয়ে। আসল দাম দেখাচ্ছে ৪০ হাজার টাকা। রয়েছে ইএমআই অপশনও। কেউ যদি ওই মাঙ্কি টুপি কিনতে চান সেক্ষেত্রে মাসিক ১ হাজার ৭৭৮ টাকা দিতে হবে।
তবে এ যে সে কোনও মাঙ্কি টুপি নয়। বিশ্বখ্যাত ব্র্যান্ড Dolce and Gabbana- এর।
আরও পড়ুন, বারবার 'সূর্যবংশম' দেখতে দেখতে বিরক্ত, চ্যানেল কর্তৃপক্ষকে নালিশ জানিয়ে চিঠি ব্যক্তির
ট্যুইটারে এই ছবি পোস্ট হতেই হাসির রোল উঠেছে। এক ট্যুইটার ইউজার লিখেছেন, "বাচ্চাদের যাতে এই মাঙ্কি টুপি পরার অত্যাচার থেকে বাঁচানো যায় তাই এই ব্যবস্থা।" আরেক ইউজার লিখেছেন, ১০ বছর আগে আমি মাঙ্কি টুপি কিনেছিলাম ২০ টাকায়। এখনও তো দিব্যি চলছে সেটা।"