নয়া দিল্লি: লটারিতে (Lottery News) টাকা জিততে কে না চায়! আর কপালজোরে যদি সেই লটারিতে কয়েকশো কোটি পাওয়া যায় তাহলে তো কথাই নেই! কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে কোটি কোটি টাকা লটারিতে 'জিতেও' সব টাকাই খোয়ালেন এক ব্যক্তি। 


দ্য মেট্রো সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ৪৯ বছর বয়সি মার্ক ফ্লেচার লোটো অ্যাপের মাধ্যমে লতারি জিতেছিলেন। মূল্য ১১ মিলিয়ন পাউন্ড। কিন্তু সেই টাকা উপভোগ করার আগে মুহূর্তে হাওয়া। অ্যাপের ভুলেই জিতেছেন সেই টাকা, জানান হয় এমনটাই। বলা হয় তিনি টিকিটই কাটেননি। 


তবে ছেড়ে দেওয়ার পাত্র নন মার্ক। প্রথমে কোটি টাকার জেতার খবরটি তিনি ওই লোটো অ্যাপ সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে কনফার্ম করেছিলেন। তিনি জানিয়েছেন সেখানে তিনি তার টিকিটের ছয় অঙ্কের নাম্বারটি মিলিয়ে দেখেছেন। কিন্তু ৪৫ মিনিট ফোনে কথা বলে তিনি জানতে পারেন যে ওই টাকা তিনি জেতেননি।                                      


সংবাদসংস্থা দ্য মেট্রো-কে তিনি জানিয়েছেন, 'আমি ওই সংস্থার কাস্টমার কেয়ারে প্রায় ৪৫ মিনিট কথা বলি। আমাকে বলে যাওয়া হয় যে আমি টাকা জিতিনি। যদি অ্যাপের সমস্যা হয় তাহলে তো সমস্যা ওদের। এরপর কাস্টমার সাপোর্টের থেকে আমায় বলা হয় আমি না কি টিকিটই কাটিনি।'  


আরও পড়ুন, মেট্রোয় তুমুল ঝগড়া, অশান্তি থামাতে গিয়ে চড় খেয়ে গেলেন ব্যক্তি!


এই ঘটনার পর থেকেই মন খারাপ মার্কের। তিনি জানিয়েছেন লটারি সিস্টেমের উপর তার বিশ্বাস উঠে গিয়েছে। মার্কের কথায়, 'যখন মানুষ লোটোর মতো অ্যাপ খেলে তখন ভাবে যে এটি একটি বিশ্বাসযোগ্য সার্ভিস দেবে। কিন্তু আমার এখন মনে হচ্ছে এটা না ভাবাই উচিত। এঁরা একটু সহমর্মিতাও দেখাল না। সত্যিই আমার বিধ্বস্থ লাগছে।'                                          


যদিও ওই সংস্থার তরফে ঘটনাটি নিশ্চিত করে কিছু জানান হয়নি এখনও পর্যন্ত।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে