নয়াদিল্লি: শখ করে জনপ্রিয় অনলাইন বিপণী সংস্থা 'অ্যামাজন'-এ (Amazon) এয়ার ফ্রায়ার (air fryer) অর্ডার করেছিলেন মহিলা। আর যা ডেলিভারি পেলেন, তা দেখে রীতিমতো হতভম্ব তিনি। বাড়ি এল বাক্সবন্দি টিকটিকি (Lizard)। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেন কলম্বিয়ার বাসিন্দা সোফিয়া সেরানো (Sofia Serrano), যা এখন ভাইরাল।
অর্ডার দিয়েছিলেন এয়ার ফ্রায়ার, এল টিকটিকি!
গত ১৮ জুলাই, সোফিয়া সেরানো নামের হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করা হয়। বাদামী রঙের প্যাকেজিং বাক্সে দেখা মিলছে সেই অতিথির। একটি টিকটিকি। ছবি পোস্ট করে ওই ভদ্রমহিলা ক্যাপশনে স্প্যানিশ ভাষায় যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমরা অ্যামাজনে একটি এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম, এবং সেটি এল সঙ্গী সমেত। আমি জানি না এটা অ্যামাজনের দোষ নাকি ক্যুরিয়ারের। শুভ সকাল।'
এই ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। ১৮ জুলাই পোস্ট হওয়ার পর এখনও পর্যন্ত এতে ৪.১ মিলিয়ন ভিউ হয়েছে। ৪৩ হাজার লাইক ও ১.৬ হাজার কমেন্ট। ৩.৯ হাজার বার রিট্যুইট হয়েছে পোস্টটি। নেটিজেনদের মন্তব্যও বেশ চোখে পড়ার মতো। কেউ লিখলেন, 'সাম্প্রতিক কয়েক বছরে শোনা সবচেয়ে ভয়ঙ্কর গল্পের অন্যতম' এটি। আবার কেউ লিখলেন, 'আমি তো আনন্দে মরেই যাব যদি আমার সঙ্গে এমন হয়'। সেই সঙ্গে তিনি যোগ করেন, 'আমার তো ক্ষুদ্র প্রাণীটার জন্য চিন্তা হচ্ছে। নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, ক্ষুধার্ত ও তৃষ্ণার্তও হবে।'
নেটিজেনদের একাংশ কমেন্ট সেকশনে ওই ভদ্রমহিলাকে উপদেশ দিয়েছেন স্থানীয় মহলে খোঁজ নিতে যেখানে ওই প্রাণীটিকে দিয়ে আসা যাবে। যাঁরা এই সরীসৃপটির দেখভাল করতে পারবে। স্প্যানিশ সংবাদপত্র Marca-কে দেওয়া সাক্ষাৎকারে সোফিয়া সেরানো জানান যে এয়ার ফ্রায়ারের আশায় বাক্স খুলে বিশালাকার টিকটিকি দেখে তিনি 'প্রচণ্ড ভয়' পেয়ে যান।
আরও পড়ুন: 'এই জন্য মা ঝাঁটা দিয়ে মারতেন', ঝাঁটার প্যাকেটে ক্যালরির ফিরিস্তি দেখে কপালে চোখ!
এক প্রতিবেদন সূত্রে খবর, প্যাকেজের মধ্যে যে টিকটিকির দেখা মিলেছে সেটি 'স্প্যানিশ রক লিজার্ড' প্রজাতির। তবে সোফিয়া সেরানোর এই ভাইরাল পোস্ট প্রসঙ্গে অ্যামাজনের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।