কলকাতা: মনস্তত্ত্ব বিজ্ঞান (Psychology) জানায় যে আপনি প্রথমে যা দেখেন তার উপর নির্ভর করে আপনার মানসিকতা, আপনার মস্তিষ্ক (Brain) কীভাবে কাজ করছে। অনেকসময়ই হয় বেশ কিছু দৃষ্টিভ্রম (Optical Illusion) করা ছবি দেখে আপনার কি ভাবনা চিন্তা রয়েছে তার প্রতিফলন হয়ে উঠতে পারে। এই অপটিকাল ইলিউশন তৈরি করা ছবি আসলে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করার জন্য ডিজাইন (Design) করা হয়েছে। কারণ আপনি এমন কিছু দেখতে পারেন যা অন্যরা দেখেন না। অথবা আপনি প্রথমে যা দেখেন তা আপনার সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে।


কী ছবি দেখছেন তা নিয়ে নানা বিতর্কও তৈরি হতে পারে। এখন যে ছবিটির কথা বলা হচ্ছে তা নিয়েও নানা বিভ্রান্তি রয়েছে যে ছবিটি আসলে কীসের। গালা স্পিন দ্বারা ডিজাইন করা এই ছবিতে কেউ কেউ একটি হলুদ প্রজাপতি দেখতে পাচ্ছেন আবার অন্যরা দুটি মুখ দেখতে পাচ্ছেন। আমাদের প্রশ্ন রইল ছবিটি এক ঝলক দেখার পর আপনি কী দেখতে পাচ্ছেন? 




আরও পড়ুন, ৬ জন মহিলার ৫ জোড়া পা? ছবি দেখে চক্ষু ছানাবড়া সকলের


দ্য সান সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে এর আগে এই ছবি নিয়ে একটি সমীক্ষা হয়েছে। সেখানে মোট ৭১ শতাংশ মানুষ এক ঝলকে ছবিটি দেখে তা প্রজাপতি ভেবেছেন। ২৯ শতাংশ মানুষ দুটি মানুষ দেখেছেন। সেন্ট্রাল ভিশন অপটিশিয়ানস-এর একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ভাবিন শাহ অবশ্য এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে কেন এমনটা হয়।


চক্ষুরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন অনেকেই ছবিটি দেখে প্রজাপতি দেখবেন আবার অনেকে মানুষের মুখ দেখতে পারেন। মস্তিষ্কের এমন কিছু অংশ রয়েছে যেখানে এটিকে বিভ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। দুটি ছবিকে আলাদা করা যায় না। তাই মস্তিষ্কে যে রঙ আগে বিশ্লেষিত হয় তা বোঝা যায় আগে। তাই রঙের ক্ষেত্রে স্মৃতি যার যেমন ভাল তেমনটাই দেখা যাবে।" আবার বেশ কয়েকজন স্নায়ুবিজ্ঞানী বিশ্বাস করেন যে দৃষ্টিভ্রমের নানা কারণ থাকে। কোনও বিশেষ কারণে এমনটা হয় না। 


এই ছবিতে আপনি কোনটি আগে দেখতে পেলেন?