মুম্বই: সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি অভিনীত সেই ছবিটির কথা মনে আছে 'মুন্নাভাই এমবিবিএস' ? ছবিতে মুন্নাভাই ডাক্তারির পরীক্ষায় নকল করছিল কানে হেডফোন লাগিয়ে এবং অপর পাশ থেকে বন্দি অধ্যাপকেরা সেই উত্তর (Viral News) বলে বলে দিচ্ছিলেন। হুবহু সেই সিনেমার দৃশ্যই যেন বাস্তবে নকল করতে চাইলেন এই ব্যক্তি। কিন্তু সিনেমায় এই কাজের ফলে সঞ্জয় দত্তের যা হয়েছিল, এই ব্যক্তির সঙ্গে তার বিপরীত। মুম্বইয়ের এই ব্যক্তি পুলিশ কনস্টেবলের (Mumbai News) চাকরির পরীক্ষায় এই অত্যাধুনিক ভঙ্গিতে নকল করতে গিয়ে ধরা পড়েন। পুলিশ তাঁকে গ্রেফতার করে।


মুম্বই পুলিশে ড্রাইভার কাম কনস্টেবলের চাকরির জন্য আবেদন করেছিলেন এক ২২ বছরের যুবক। আর সেই চাকরির পরীক্ষার দিন একটি মাইক্রো হিয়ারিং ডিভাইস কানের ভিতরে লাগিয়ে রেখেছিলেন তিনি। এবং হুবহু সিনেমার মত এই পদ্ধতিতেই নকল করে করে পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরীক্ষা চলাকালীনই তাঁকে হাতেনাতে নকল করতে গিয়ে ধরা হয়। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে।


এই ব্যক্তির নাম জানা গিয়েছে কুষ্ণা দলভী, মহারাষ্ট্রের জালনা জেলার ভোকরদনে থাকেন তিনি। মুম্বইয়ের ওশিওয়াড়ায় গত শুক্রবার রায়গড় মিলিটারির এই পরীক্ষায় বসেন উদ্দিষ্ট ব্যক্তি। পুলিশেরা ছিলেন তত্ত্বাবধানে। আর এখানেই পরীক্ষা চলাকালীন হাতেনাতে ধরা পড়েন এই ব্যক্তি। তাঁকে জেরা করার সময়েই পুলিশ আধিকারিকরা লক্ষ করেন কুষ্ণার বাঁদিকের কানে একটি ছোট্ট হিয়ারিং ডিভাইস লাগানো আছে। আরও তদন্ত করে জানা যায়, এই ডিভাইসের মাধ্যমে সেই ব্যক্তির বন্ধু অপর পাশ থেকে পরীক্ষার সমস্ত উত্তর বলে দিচ্ছিলেন।


এই ব্যক্তিকে তল্লাশি করে সেই হিয়ারিং ডিভাইস, একটি সেলফোন এবং একটি সিমকার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই হিয়ারিং ডিভাইসটি এত আকারে ছোট যে তা কানের ভিতরে পুরোপুরি ফিট করে গিয়েছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল না। ফোনের ব্লুটুথ ব্যবহার করে এটি সংযুক্ত করা ছিল। তদন্ত করে জানা গিয়েছে, কুষ্ণা তাঁর বন্ধু সচিন বভস্কর এবং প্রদীপ রাজপুতের থেকে ফোনে সাহায্য নিচ্ছিলেন। ঠিক এইভাবেই মুন্নাভাই এমবিবিএস ছবিতে সঞ্জয় দত্ত পরীক্ষার সময় ফোনে উত্তর শুনে শুনে লিখছিলেন। তবে সঞ্জয় দত্ত পরীক্ষা পাশ করলেও এই যুবকের ভাগ্যে তা ঘটেনি।  


আরও পড়ুন: Viral News: নিজের হবু বৌমাকেই বিয়ে করে বসলেন বাবা, সন্ন্যাসী হতে চাইছে ছেলে; হতভম্ব গোটা পরিবার