Viral Video: শুনশান জায়গায় বেড়াতে গিয়ে লাইটার নিতে ভুলে গিয়েছেন, এমন বোধহয় অনেকের সঙ্গেই হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তখন হাত কামড়ানো ছাড়া আর কিচ্ছু করার উপায় থাকে না। সঙ্গে সিগারেট থাকলেও সুখটান দেওয়ার পরিস্থিতি নেই। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসি থামছেই না নেটিজেনদের। ভাইরাল হওয়া ভিডিও গোয়ার। কয়েকজন তরুণ-তরুণী বেড়াতে গিয়েছেন একটু শান্ত, ফাঁকা এলাকায়। বেশ উঁচু একটা পাহাড়ের উপর স্কুটার নিয়ে পৌঁছে গিয়েছেন তাঁরা। তারপর ধূমপান করতে গিয়েই হুঁশ ফিরেছে। সঙ্গে যে লাইটারই আনা হয়নি, তা জানতে পেরেছেন তখনই। এবার কী হবে? 

সেই সময়েই আকাশে দেখা যায় এক যুবক ওই এলাকার উপর দিয়ে প্যারাগ্লাইডিং করে যাচ্ছেন। নীচে থেকে এক যুবক চেঁচিয়ে জিজ্ঞেস করেন 'ভাই, লাইটার হবে?' যুবকের কাছে ছিল লাইটার। কিন্তু তিনি তো আকাশে উড়ছেন তখন। তাহলে কীভাবে ওই তরুণের হাতে লাইটার পৌঁছে দেবেন? সকলের মনে যখন এতসব প্রশ্ন ঘুরছে, ততক্ষণে নিজের 'স্কিল' দেখাতে শুরু করেছেন প্যারাগ্লাইডিং করা ওই যুবক। মাঝ আকাশ থেকে অনেকটা দেবদূতের মতোই মাটির দিকে নেমে এলেন তিনি। পকেট থেকে সাবধানে বের করলেন লাইটার। মাটিতে ছুড়ে দেননি। বরং তরুণের হাতে ধরিয়েছেন। তারপর আবার উড়ে গিয়েছেন। তবে যাওয়ার আগে অবশ্য বলে গিয়েছিলেন, লাইটার যেন ফেরত পান। 

দেখে নিন ইনস্টাগ্রামের ভাইরাল ভিডিও 

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অবাক নেটিজেনরা। কী দক্ষতার সঙ্গে প্যারাগ্লাইডিং করতে করতে নিচু জায়গায় নেমে নিজের লাইটার ওই যুবকের দলকে দিয়ে গিয়েছিলেন। যুবকের ফিটনেস এবং স্কিলের প্রশংসায় পঞ্চমুখ সকলে। অথচ যুবকের শরীরী ভাষা দেখলে মনে হচ্ছে এ আর এমন কী, খুবই সহজ একটা কাজ। যেন তিনি রোজই করে থাকেন। একগাল হেসে যুবকের দলকে নিজের লাইটার দিয়ে গিয়েছেন তিনি। শুধু তাঁদের কাজ হয়ে গেলে ফেরত চেয়েছেন। 

আরও পড়ুন- 'আন্ডা চোর', ২১০০ টাকার ডিম কিনে চম্পট, ভাইরাল ভিডিওতে মজার 'ট্যুইস্ট' 

আরও পড়ুন- আনন্দে বরফে গড়াগড়ি খাচ্ছে তুষার চিতা ! ভাইরাল ভিডিও মনে ধরেছে নেটিজেনদের