নয়া দিল্লি: আমরা সোশাল মাধ্যমে (Social Media) অনেকসময় বেশ কিছু ছবি দেখি যা দেখে বিশ্বাস করতে অসুবিধা হয় যে সেটি সত্যি কি না। এমন কিছু ছবি (Picture) রয়েছে যা আসলে কী। সেই ধন্দ্বেই সময় কেটে যায় অনেকটা। মনোবিজ্ঞানীরা বলেন, আমরা আসলে চোখ (Eye) দিয়ে দেখি না, আমরা মস্তিষ্ক (Brain) দিয়ে দেখি। তাই অনেকসময়ই দৃষ্টিভ্রম (Optical Illusion) হয়।                                                               

  


ঠিক সেই কারণেই এক ব্যক্তি একটি চিত্রে কিছু দেখতে পারে, অন্য ব্যক্তি অন্য কিছু দেখতে পারে। কিন্তু এর মধ্যে দিয়ে আপনার চরিত্রের নানা দিকও প্রকাশ পায়। এই দৃষ্টিভ্রম আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে বলেই মত। সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবি নিয়ে এবার দ্বন্দ্বে পড়েছে নেট দুনিয়া।            


আরও পড়ুন, এক ছোবলেই ১০০ জনের মৃত্যু! বিশ্বের সবচেয়ে বিষাক্তর তকমা পেল এই সাপ


ছবিতে দেখা যাচ্ছে, একটি দৃশ্যপট। বনজঙ্গলের একটি ভাগ। শুকনো মাটি, গাছ। সব মিলিয়ে বেশ রুক্ষভূমি। দাবি, এই ছবিতেই না কি লুকিয়ে রয়েছে একটি চিতাবাঘ। 






দেখুন তো, আপনি খুঁজে পেলেন কি?


দ্বন্দ্বে পড়েছেন সোশাল মিডিয়ার অনেকেই। এই ছবি থেকে চিতাবাঘ খুঁজে বের করতে কালঘাম ছুটেছে নেটিজেনদের। কী কী প্রতিক্রিয়া দিয়েছেন তাঁরা?