Optical Illusion: ছবিতে কতগুলি সংখ্যা রয়েছে? এক ঝলকে দেখে উত্তর পেলেন?
Optical Illusion Picture: সোশাল মিডিয়ায় এই ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এই ধরনের ছবি মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে।
কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম (Optical Illusion)। এই ধরনের ছবি মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। মনস্তাত্ত্বিকরা বলেন, অনেকসময় অপটিকাল ইলিউশনের মাধ্যমে আপনার চরিত্রও না কি বোঝা যায়। সবই অবশ্য নির্ভর করবে আপনি কী দেখছেন? কীভাবে দেখছেন? আপনার ভিস্যুয়াল ক্ষমতাই বলে দেবে আপনার চরিত্র কেমন? আপনি মানসিকভাবে সক্ষম না কি খুব অল্প আঘাতেই ক্ষতবিক্ষত হন।
অপটিকাল ইলিউশন মানেই চোখ-মাথায় ঘোর লেগে যাওয়া। এতটাই দৃষ্টিভ্রম হয় যে আপনি ছবি ও ছবির অর্থের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবে না। সাদাকালো সেই গোল ছবির পিছনে কয়েকটি সংখ্যা লুকিয়ে রয়েছে। চট করে দেখে অবশ্য বোঝার ঊপায় নেই। অনেকেই এই ধাঁধার উত্তর দিতে সমস্যায় পড়তে পারেন। কারণ এর জন্য চোখের ওপর চাপ পড়ে।
আরও পড়ুন, এই ছবিতে তাকিয়ে থাকলে আচমকাই বন্ধ হয় মস্তিষ্কের কাজ?
DO you see a number?
— Benonwine (@benonwine) February 16, 2022
If so, what number? pic.twitter.com/wUK0HBXQZF
সোশাল মিডিয়ায় এই ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এক টুইটার গ্রাহক বলেছেন, ‘১৫২৮৩।’ আবার আরও এক জন বলেছেন, ‘৪৫২৮৩।’ অন্য এক জন বলেছেন, ‘৩৪৫২৮৩৯’। ছবিটিতে ভাল করে খেয়াল করলে প্রথমেই যে সংখ্যা নজরে আসবে, তা হল ৫২৮। কিন্তু এই উত্তরটিও কিন্তু সঠিক নয়। ভাল করে দেখুন। একেই বলে দৃষ্টিভ্রম। ওই তিনটে সংখ্যা নয়। আরও সংখ্যা আছে। সেগুলি তা হলে কী? আরেকটি ১-ও কিন্তু লুকিয়ে রয়েছে ছবিতেই।