কলকাতা: আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তর গবেষণা চলছে। চোখ যা দেখে সেটা কীভাবে বিশ্লেষণ করে মস্তিষ্ক? সেটা নিয়ে নানাভাবে গবেষণা চলছে। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) একধরনের ধাঁধা। এমন একটি ছবি যেখানে লুকিয়ে রয়েছে একাধিক ধরনের ছবি। এ যেন এক প্রশ্নের নানা উত্তর। সোশ্যাল মিডিয়ায় (Social media) প্রায়শই দেখা যায় এমন কিছু ছবি, যা নিয়ে মেতে ওঠেন নেটিজেনরা। 
অনেকে বলে থাকেন, এক একজন ব্যক্তি এক একরকম ছবি দেখেন তার কারণ, ছবি দেখার পিছনে লুকিয়ে থাকে ওই ব্যক্তির মস্তিষ্ক এবং ব্যক্তিত্বের প্রভাব।


এবার কী ছবি:
এ যেন শেক্সপিয়ারের (Shakespear) মুখ! কিন্তু আদৌও কি তাই? নাকি ছবির মধ্যে লুকিয়ে আরও ছবি? কেউ প্রথমেই দেখেছেন সাহিত্যিক ও নাট্যকার শেক্সপিয়ারের মুখ। কারও আবার নজরে পড়েছে বিছানায় শুয়ে থাকা এক মহিলার ছবি। এখানেই শেষ নয়। কারও নজরে পড়েছে পাগড়ি পরা এক ব্যক্তি। প্রথমবার কারও নজরে এসেছে মঞ্চের এককোণায় পড়ে থাকা একটি গোলাপ। এছাড়াও দাবার ব্যবহৃত মন্ত্রীর ঘুঁটি, খোলা বই--আরও কত কত ছবি লুকিয়ে রয়েছে এই ছবিতে। আপনি নিজেই দেখুন আর কী কী ছবির খোঁজ পান। হয়তো আপনি নিজেই এমন কিছু পেলেন যা এখনও কেউ দেখতে পাননি।




কার আঁকা?
ইউক্রেনের চিত্রশিল্পী ওলেগ শুপলিয়াক (Oleg Shuplyak)-এর আঁকা এই ছবি। বলা হয়ে থাকে এই ছবির আসলে কোনও ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরে।


মস্তিষ্কের ভাগ:
বিজ্ঞানীরা বলে থাকেন সাধারণত দুই ধরনের ব্যক্তি দেখা যায়। right-brain oriented যাঁরা শৈল্পিক হয়ে থাকেন, ইনটুইশন এবং চিন্তাই তাঁদের বৈশিষ্ট্য। আর হলেন left-brain oriented ব্যক্তিরা। যাঁরা মূলত লজিক্যাল এবং analytical হয়ে থাকেন। এর উপরেও নাকি প্রথম ছবিটি খুঁজে বের করার কারণ লুকিয়ে থাকে। 


আরও পড়ুন: এই ছবিতে ক'টি মানুষ দেখতে পাচ্ছেন আপনি?