Viral Video: সম্প্রতি সারা দেশব্যাপী আয়োজিত হওয়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। বহু ছাত্র-ছাত্রীর কৃতিত্ব প্রকাশ্যে এসেছে এই ফলাফল থেকে। এবারে সিএ পরীক্ষায় পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন এক সবজি বিক্রেতার (Success Story) সন্তান। বাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন মা, আর তারই ছেলে আজ সিএ উত্তীর্ণ। আনন্দে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মা, সেই ভিডিয়োই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে। আর সেই ভিডিয়ো (Viral Video) নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন মহারাষ্ট্রের পাবলিক ওয়ার্কস বিভাগের মন্ত্রী রবীন্দ্র চৌহান। কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে ?
রবীন্দ্র চৌহান যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তাঁর নাম যোগেশ। তাঁর কঠোর পরিশ্রম এবং শিক্ষার প্রতি ডেডিকেশনকে তুলে ধরেছেন তিনি। শেষ পর্যন্ত কঠিন লড়াই করে চার্টার্ড অ্যাকাউট্যান্ট হয়েছে তাঁর ছেলে, এই খবর পেয়ে আনন্দে অশ্রুসজল হয়ে উঠেছে যোগেশের মায়ের চোখ। আর সেই ছবিই ধরা পড়েছে এই ভাইরাল ভিডিয়োতে।
যোগেশের মায়ের নাম থোম্বারে মাভশি, তিনি গান্ধীনগরে গির্নার মিষ্টির দোকানের পাশেই সবজি বিক্রি করেন। এই ভিডিয়ো পোস্ট করে মন্ত্রী রবীন্দ্র চৌহান লিখেছেন, 'দৃঢ় কঠিন প্রতিজ্ঞা আর কঠিন পরিশ্রমের সাহায্যে সমস্ত বাধা প্রতিকূলতাকে জয় করে যোগেশ আজকের সাফল্য অর্জন করেছে। তাঁর মায়ের অশ্রুসজল চোখ কোটি টাকা দিয়েও কেনা যাবে না, ছেলের সাফল্যে মায়ের এই আনন্দ দুর্মূল্য। সিএ পাশ করেছে যে যোগেশ, তাঁকে হাজারও প্রশংসা, অভিনন্দন জানিয়েও সন্তুষ্ট হওয়া যাবে না।'
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিএ পরীক্ষায় সফল হওয়ার খবরে মাকে চমকে দিয়েছে ছেলে। দেখা যায় রাস্তার ধারে এক জায়গায় বসে যোগেশের মা সবজি বিক্রি করছিলেন। যোগেশ এসে তাঁকে তাঁর সাফল্যের কথা জানায়। আর সেই খবর শুনে তাঁর মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েন এবং তাঁকে জড়িয়ে ধরেন। তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি।
এই ভিডিয়োর নিচে কমেন্টে জনৈক নেটিজেন লিখেছেন যে দেশে সিএ পরীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে কোনও সংরক্ষণ প্রথা নেই। পরীক্ষার্থীদের মেধার উপর ভিত্তি করেই সেখানে মেধা তালিকা তৈরি হয়। ফলে ধনী হোক বা গরীব বা প্রান্তিক গোষ্ঠীর পরীক্ষার্থী, মেধা থাকলে তবেই তিনি সফল হবেন এই পরীক্ষায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI