নয়াদিল্লি: একজন ছাপোষা অটোচালক (autorickshaw puller) কিনা তাঁর স্টার্ট আপ হিরো (start up hero)? হলটা কী আনন্দ মাহিন্দ্রার (anand mahindra)? বিশিষ্ট শিল্পপতির ট্যুইট (tweet) দেখে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে। সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়েই ট্যুইটারে লেখালেখি করেন আনন্দ। তাই তাঁর কাছ থেকে চটুল রসিকতা আসবে প্রত্যাশা ছিল না। বিস্ময়ের ঘোর নিয়েই তাই ট্যুইটের সঙ্গের লেখাটা পড়েন অনেকে। তাতেই চমক।


কী লিখেছেন শিল্পপতি?
পরমজিৎ সিং। পেশায় অটোচালক। তাঁকে নিয়েই ট্যুইট আনন্দের। লিখেছেন, 'উনি যা করেছেন তার জন্য স্টার্ট আপ শুরু করার থেকেও বেশি সাহস লাগে। নতুন করে জীবনের দিকে এগিয়ে গিয়েছেন উনি। এক বার নয়, দুবার।'


কেন টুইটে প্রশংসা?  


একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্প্রতি পরমজিৎ সিংকে নিয়ে খবর করে। তাদের দাবি, প্রায় ৩৮ বছর আগে জনপ্রিয় একটি ঠান্ডা পানীয়ের ব্যবসা করতেন পরমজিৎ। নির্দিষ্ট করে বললে, ওই পানীয়ের ব্র্যান্ডের একা ডিলারশিপ ছিল তাঁর। লাজপত নগর এলাকায় বিশাল গোডাউন। সঙ্গে ৭-৮ অটো। সেগুলি করেই রাজধানী ও লাগোয়া এলাকাগুলিতে ওই পানীয় সরবরাহ করতেন পরমজিৎ। কিন্তু '৮৪-র সেই ভয়ঙ্কর পর্ব সবটা এলোমেলো করে দেয়, দাবি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটির। ডিলারশিপ খোয়ান পরমজিৎ। কার্যত নিঃস্ব হয়ে যান। তবে হাল ছাড়েননি। কোনও মতে ট্যাক্সি কিনে চালাতে শুরু করেন। 
দিব্যি চলছিল। বছরসাতেক পর আরও এক বিপর্যয়। মুসৌরিতে ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েন পরমজিৎ। ১৩ দিন কোমায় ছিলেন। হাঁটু, হাত, বক্ষপিঞ্জর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো। স্ট্রোকও হয়েছে। কিন্তু তিনি হাল ছাড়ার বান্দা নন। সুস্থ হয়ে উঠতেই ফের রোজগারের চেষ্টা শুরু করেছেন। এবার অটো।
বার বার বিপর্যয়ের মুখ থেকেও জীবনের দিকে ফিরে এসেছেন। লড়াই ছাড়েননি। মুখের হাসিটাও অমলীন।
লড়াকু মেজাজকে কুর্নিশ জানিয়েই ট্যুইট শিল্পপতির। 


আরও পড়ুন:পাঁচশোয় ৫০০ তানিয়ার, চোখে আইএএস হওয়ার স্বপ্ন