TTE Confronts Police Officer: এক রেলওয়ে টিকিট চেকারের ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ট্রেনের এসি কামরায় বিনা টিকিটেই ভ্রমণ করছিলেন এক পুলিশ অফিসার আর তাঁকে শনাক্ত করে এক কথায় ঘাড় ধাক্কা দিয়ে বের (Viral News) করে দেন সেই টিকিট চেকার। পুলিশের উর্দি দেখিয়ে বিনা টিকিটে (TTE) যাওয়াকে কটাক্ষ করেন তিনি। সাধারণ মানুষ যেখানে বিনা টিকিটে ভ্রমণ করলে শাস্তি পান, এক্ষেত্রে পুলিশ অফিসার (Viral Video) বলে তাকেও রেয়াত করেননি সেই টিকিট চেকার। আর এই ভিডিয়ো দেখেই সমাজমাধ্যমে নেটিজেনরা ভূয়সী প্রশংসা করেন, সেই টিকিট চেকারের আদর্শ এবং কর্মনীতি নিয়ে তুমুল চর্চা চলছে নেট দুনিয়ায়।  

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার ট্রেনের এসি কামরায় উর্দি পরে বিনা টিকিটেই যাচ্ছিলেন। আর টিকিট চেকার এসে তাঁকে শনাক্ত করেন। এমনকী তিনি নজর করেন যে সেই পুলিশ অফিসার জেনারেল কামরার টিকিটও পর্যন্ত কাটেননি। গলার স্বর চড়ে যায় টিকিট চেকারের। তিনি বলতে থাকেন, 'উর্দিধারীদের থেকে কি টিটিই টিকিট দেখতে চায় না ? এসি কামরায় এসে শুয়ে আছো। এটা কী ধরেই নিয়েছ যে খালি সিট থাকলেই সেগুলি পুলিশ উর্দিধারীদের জন্য বরাদ্দ রয়েছে ? ঘরের নিয়ম চলছে নাকি ? যেখানে খুশি যাও, যা খুশি করো। এখুনি এখান থেকে বেরিয়ে যাও। জেনারেলে মুখ দেখাও গিয়ে, এসিতে আসবে না।' আর এই কথাতেই তড়িঘড়ি ব্যাগপত্র গুছিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়ায় সেই পুলিশ অফিসার। আর নিজের সব জিনিস নিয়ে অন্যত্র চলে যায়।

নেট মাধ্যমে এই ভিডিয়ো পোস্ট করার পরে পরেই প্রবল গতিতে ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট সেকশনে সেই টিকিট চেকারের প্রশংসায় ভরে যায়। সকলেই ভূয়সী প্রশংসা করেছেন সেই টিকিট চেকার মানুষটির। কেউ কেউ নিজের হতাশা প্রকাশ করে লিখেছেন, 'এই পুলিশগুলি আদপে সমাজের জঞ্জাল। এরা বিনা টিকিটে ভ্রমণ করে, রিজার্ভেশন থাকা সত্ত্বেও প্রকৃত যাত্রীর থেকে সিট দখল করে নেয় এরা'। আরেকজন কমেন্টে লেখেন, 'টিটিই দেখিয়ে দিয়েছে কামরার ভিতরে আদপে কে বস !' কেউ কেউ আবার রেলওয়ে পুলিশকে দিয়ে এই পুলিশ অফিসার যিনি বিনা টিকিটে ট্রেনে যাচ্ছিলেন, তাঁকে গ্রেফতার করানোর কথাও বলেছেন। 

দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: Vietjet Air Offer: মাত্র ১১ টাকাতেই বিমান সফর ! এই সংস্থা দিচ্ছে বড় সুযোগ