বেঙ্গালুরু: বিমানের ভাড়ার সমতুল্য ভাড়া চাইছে অনলাইন ক্যাব বুকিং সংস্থা উবের, এমনই অভিযোগ জানালেন এক যাত্রী। এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু শহরে যাওয়ার জন্য উবের বুক করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তিনি।  


কী ঘটেছে? 


জানা গিয়েছে এক ব্যক্তি বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে শহরে যাওয়ার জন্য ক্যাব বুক করছিলেন। সেই সময় দাম দেখে তো চক্ষু চড়কগাছ। বিমান যাত্রার জন্য যত টাকা দিয়েছেন তিনি। সেই একই দাম চাইছে অনলাইন ক্যাবও। দেখে তো হতবাক তিনি। ট্যুইটারে সেই দামের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, উবের প্রিমিয়ামের দাম দেখাচ্ছে ৫২ কিলোমিটারের দূরত্ব ২ হাজার ৫৮৪টাকা, অন্যদিকে উবের এক্সএল এর দাম দেখাচ্ছে ৪ হাজার ৫১টাকা।                 


দাম দেখে শুধু ওই যাত্রী নয়, ইন্টারনেটেরও চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার ভিউজ হয়েছে ইন্টারনেটে। লাইকের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যদিও এই দাম নিয়েও দ্বিধাবিভক্ত নেটিজেনরা। একজনের কথায়, 'চাহিদা যখন বেশি থাকে তখন এরকম দাম দেখায়।' যদিও সেই কমেন্টের প্রত্যুত্তরে ওই যাত্রী জানান যে তিনি সকাল ৬টায় ক্যাব বুক করেছিলেন। সেই সময় কখনই ক্যাবের চাহিদা তুঙ্গে ছিল না।                                                           






ট্যুইটারে এক ব্যক্তি বলেছেন, এটা কখনই হতে পারে না। এর থেকে এসি বাসে চলে আসতে পারতেন। সেটা কমফর্টেবলও হত। মাইসোর থেকে আমি সেভাবেই এসেছিলাম। কারণ সেই সময় আমাকে স্বল্প দূরত্বের ভাড়া দেখিয়েছিল ৮৫০ টাকা। আমি ক্যানসেল করে বাড়িতেই ফোন করেছিলাম আমাকে নিয়ে যেতে।                                                     


আরও পড়ুন, আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?