ইন্দৌর: দেশের ডিজিটালকরণের ফলশ্রুতি হিসেবে হাতে হাতে স্মার্টফোন পৌঁছে গিয়েছে। প্রবীণ-নবীন তো বটেই, মোবাইলে চোখ আটকে থাকে কচিকাঁচাদেরও। সেই নিয়ে আপত্তি জানাতে গেলে সংসারে অশান্তিও নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। কিন্তু সংসারের চৌহদ্দির মধ্যে আটকে নেই অশান্তি। বিষয়টি পৌঁছেছে আদালতে। টিভি এবং মোবাইল দেখা নিয়ে কড়া শাসন করায় মধ্যপ্রদেশে মা-বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দুই সন্তান। (Viral News)


মধ্যপ্রদেশের ইন্দৌরের ঘটনা। ইন্দৌর শহরের চন্দননগর থানায় প্রথমে অভিযোগ দায়ের হয় এই নিয়ে। এই মুহূর্তে আদালতে পৌঁছছে সেই মামলা। টিভি এবং মোবাইল দেখা নিয়ে সারাক্ষণ মা-বাবা বকাঝকা করেন, কড়া শাসনে রাখেন বলে অভিযোগ করেছেন ২১ বছর বয়সি এক তরুণী এবং তাঁর আট বছর বয়সি ভাই।  মা-বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। (Screentime Restriction)


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মা-বাবার বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করে পুলিশ তাতে তাঁদের সাত বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চালানও জমা পড়ে জেলা আদালতে। পরে হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ জানান অভিযুক্ত দম্পতি।  সেই নিয়ে একদফা শুনানিও হয়েছে আদালতে। আপাতত হাইকোর্ট জেলা আদালতের শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে।


আরও পড়ুন: Parliament Water Leaks: জল ধরতে বালতি, আনতে হল পাম্পও, করোনা কালে ৯৭১ কোটি খরচে নির্মিত সংসদভবন থৈ থৈ


মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ধর্মেন্দ্র চৌধরি জানিয়েছেন, হাইকোর্টে পিটিশন জমা পড়েছে। ২০২১ সালের ২৫ সালে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী এবং তাঁর ভাই। টিভি এবং মোবাইল দেখার জন্য শুধু তাঁদের বকাঝকাই নয়, মা-বাবা বেধড়ক মারধরও করেন বলে অভিযোগ করা হয়। সেই নিরিখে নাবালক বিচার আইনে(Juvenile Justice Act) মামলা দায়ের করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ জানানোর পর ওই তরুণী, তাঁর ভাইকে নিয়ে এক আত্মীয়ার বাড়িতে ওঠেন। এখনও সেখানেই রয়েছেন ওই তরুণী এবং তাঁর ভাই। অভিযুক্ত দম্পতির দাবি, ছেলেমেয়ের টিভি এবং মোবাইল আসক্তিতে বিরক্ত তাঁরা। ছেলেমেয়েকে বকাঝকা মোটেই অস্বাভাবিক কিছু নয় বলেও জানান তাঁরা। তবে মারধরের জেরেই বিষয়টি হাতের বাইরে চলে গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। কারণ মা-বাবা যে মারধর করতেন, পুলিশকে তা বিশদে জানিয়েছেন ওই তরুণী এবং তাঁর ভাই। আদালতে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।