নয়াদিল্লি : অফিসে সবাই আসুক সময় মতো। চেয়েছিলেন বস। কর্মীদের সময়ানুবর্তিতার মধ্যে আনতে অভিনব এক বুদ্ধিও এঁটেছিলেন তিনি। কিন্তু নিয়মের গেরোয় বড় মাশুল দিতে হল বসকেই। মজার এই ঘটনা এখন ইন্টারনেটে ভাইরাল। 


অফিসে সব কর্মীদের সময়ে অফিসে আনার জন্য বিশেষ নিয়ম করেছিলেন বস ! তাঁর ধারণা ছিল, এই নিয়ম লাগু করলেই সবাই সময়ে অফিসে আসবে।  মুম্বইয়ের কসমেটিকস কোম্পানি ইভর বিউটির প্রতিষ্ঠাতা কৌশল শাহ সম্প্রতি একটি নতুন নীতি প্রয়োগ করেন অফিসে। সব কর্মচারীদের সকাল সাড়ে ৯ টার মধ্যে অফিসে পৌঁছতে বলেন। সেই সঙ্গে বলে দেন, যারা দেরিতে আসে, তাদের ২০০ টাকা করে জরিমানা করা হবে। তিনি ভেবেছিলেন জরিমানা এড়াতে সবাই সময়ে আসবে।  কিন্তু কয়েকদিন পর যা ঘটল, তা ভাবা যায় না।  এই ঘটনার কথা শেয়ার করেছেন নিয়মকর্তা নিজেই।  কৌশল শাহ নিজেই দেরি করে অফিস ঢোকার জন্য হাজার টাকা জরিমানা দেন । 


একথা জানিয়েছেন শাহ নিজেই।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই নিয়ম তাঁরই বিপক্ষে গিয়েছে। তিনি নিজেই জরিমানা দিয়েছেন হাজার টাকা। অর্থাৎ ৫ দিন লেট ! 


তিনি X হ্যান্ডেলে লেখেন,'গত সপ্তাহে, অফিসে কাজের গতি বাড়ানোর জন্য, আমি একটি কঠোর নিয়ম করেছিলাম । সকলকে সকাল সাড়ে ৯ টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে বলে জানাই। (আগে আমরা ১০ টা থেকে ১১ টার মধ্যে আসতাম)। বলি, যদি আমরা দেরি করি, তাহলে আমরা ২০০ টাকা পেনাল্টি দেব। '


কৌশলের এই পোস্টটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই পোস্টে নানারকম কমেন্ট করেছেন। কৌশল আরও বলেন, তিনি চালু করেন ও সোশ্যাল মিডিয়ায় নিজের জরিমানা দেওয়ার কথা এই কারণেই শেয়ার করেন, যাতে সকলে বোঝে কোম্পানিতে সবার জন্য একই নিয়ম। তিনি উল্লেখ করেন, এর জন্য তিনি আলাদা একটি ইউপিআই লাইট অ্যাকাউন্ট খোলেন। আর সবার অর্থ সেখানেই জমা পড়ে। আর সেই সংগ্রহের টাকা খরচ হত টিমের জন্যই। যেমন সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়ার জন্য । 


আরও পড়ুন :       


বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায়