Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয় এমন কিছু ভিডিও যা দেখে আপনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠতে বাধ্য। সম্প্রতি আন্টার্কটিকার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। আর ভিডিও দেখে আপনার যে আনন্দ হবে, তার সমস্ত প্রশংসা প্রাপ্য এক ছোট্ট পেঙ্গুইনের। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় পেঙ্গুইনদের ভিডিও থেকে ছোট থেকে বড় সকলেই ভালবাসেন। আর এই পেঙ্গুইনের কাণ্ডকারখানা তো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের বেশিরভাগই বলছেন, মানুষের উচিত এই ছোট্ট পেঙ্গুইনের থেকে সহবত শিক্ষা নেওয়া।
দেখে নিন মন ভাল করা ওই ভাইরাল ভিডিও
কী করেছে ওই পেঙ্গুইনটি
বরফে ঢাকা আন্টার্কটিকার নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেছিলেন এক যুগল। তরুণ এবং তরুণী বরফের মধ্যে দাঁড়িয়েওছিলেন বেশ রোম্যান্টিক পোজ দিয়ে। তাঁদের পিছনেই হাজির হয় ছোট্ট পেঙ্গুইনটি। তার যাতায়াতের রাস্তাতেই দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। কিন্তু পেঙ্গুইনটি প্রেমের মাঝে কোনওভাবেই তাঁদের বিরক্ত করতে চায়নি। বরং শান্ত হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেছে। হঠাৎই ওই যুগল পিছন ফিরে দেখতে পায় পেঙ্গুইনটিকে। একগাল হেসে তাঁরা সরে যান তৎক্ষণাৎ। রাস্তা ছেড়ে দেন পেঙ্গুইনটিকে। বিনা বাক্যব্যয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় পেঙ্গুইনটিও। এই ভাইরাল ভিডিওর সবচেয়ে মজার ক্যাপশন হল 'যখন ট্র্যাফিক জ্যাম থাকে এবং কেউ লজ্জায় কিছুতেই এক্সকিউজ মি বলে কাউকে সরতে বলতে পারে না'। সত্যিই তাই পেঙ্গুইনটি এতই শান্ত এবং লাজুক যে নিজের রাস্তা চেয়ে একবারও তরুণ-তরুণীর কাছে আবেদন জানায়নি সে।
এমন ভিডিও দেখে খুশি সকলেই। নেটিজেনরা বলছেন, পেঙ্গুইনরা যে এত নরম স্বভাবের তা জানা ছিল না। কেউ বা বলেছেন এই পেঙ্গুইন বড্ড লাজুক। মুখ ফুটে 'এক্সকিউজ মি সাইড প্লিজ' বলে উঠতেই পারেনি।
আরও পড়ুন- ২.৫ কোটি নগদ, ৪০ কেজি রুপো, প্রচুর সোনার গয়না উদ্ধার প্রাক্তন কনস্টেবলের বাড়ি থেকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।