Viral: জিমের সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে শিবলিঙ্গ! নেটিজেনদের তাক লাগালেন গোয়ালিয়রের যুবক
Viral News: ওয়েট প্লেট, ডাম্বেল এবং দড়ি- জিমের এইসব সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে ওই শিবলিঙ্গটি। তার উপর পরানো হয়েছে একটি গাঁদাফুলের পেল্লাই মালা। সামনে আবার জ্বালিয়ে রাখা হয়েছে একটি প্রদীপও।
Viral Picture: জিমের সরঞ্জাম দিয়ে শিবলিঙ্গ (Shivling) তৈরি করে তাক লাগিয়েছেন এক যুবক। জানা গিয়েছে, গোয়ালিয়রের একটি জিমের মালিক এই অসাধ্য সাধন ঘটিয়েছেন। তাঁর জিমেরই বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করেছেন একটি বিশাল শিবলিঙ্গ। সেই ছবি ভাইরাল (Viral Picture) হয়েছে ট্যুইটারে। এমন অভিনব কায়দায় তৈরি শিবলিঙ্গ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। Colours Of Bharat নামের একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ছবি শেয়ার করা হয়েছে। সেই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, এক যুবক রীতিমতো ফুল-মালা দিয়ে ওই শিবলিঙ্গের পুজো করছেন। বিশাল বড় একটা মালা পরানো হয়েছে শিবলিঙ্গে। ওয়েট প্লেট, ডাম্বেল এবং দড়ি- জিমের এইসব সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে ওই শিবলিঙ্গটি। তার উপর পরানো হয়েছে একটি গাঁদাফুলের পেল্লাই মালা। সামনে আবার জ্বালিয়ে রাখা হয়েছে একটি প্রদীপও।
দেখে নিন সেই ভাইরাল ছবি
A gym owner from Gwalior recreates a Shivling using gym equipment pic.twitter.com/0KvEeO9Nvw
— Colours of Bharat (@ColoursOfBharat) November 7, 2022
গাঁদাফুলের মালার সঙ্গে সবুজ রঙের বেশ কিছু পাতাও দেখা গিয়েছে ছবিতে। নেটিজেনদের অনুমান ওগুলো বেলপাতা। শিব ঠাকুরের পুজোর অন্যতম উপকরণ বেলপাতা। তাই সেটাই ব্যবহার করা হয়েছে বলে আন্দাজ করছেন অনেকে। এছাড়াও শিবলিঙ্গের মধ্যে তিনটি দাগ দেখা যায় যাকে বলে Tripundra, সেটাও এখানে তৈরি করা হয়েছে গোলাপি রঙের তিনটি ডাম্বেলের সাহায্যে।
চলতি সপ্তাহের সোমবার এই ছবি ট্যুইটারে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০০ লাইক পেয়েছে এই ভাইরাল ছবিটি। ১৬০ বার রিট্যুইট করা হয়েছে এই ছবিটি। বোঝাই যাচ্ছে যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ছবিটি। নেটিজেনদের অনেকেই বলেছেন, এই ছবিটি সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে জিমের সরঞ্জাম দিয়ে তৈরি এই শিবলিঙ্গটির ছবি। গোয়ালিয়রের ওই জিমের মালিকের সৃজনশীলতার প্রশংসা করেছেন নেটিজেনরা। সকলেই বলেছেন সচরাচর এমন প্রতিভা দেখা যায় না। এভাবে যে জিমের সরঞ্জাম দিয়ে শিবলিঙ্গ তৈরি করা যায়, হয়তো এটা কারও ভাবনাতেই আসবে না। নেটিজেনদের অনেকে আবার বলেছেন, এই যুবক নিশ্চিত খুব বড় একজন শিবভক্ত। সেই জন্যেই এমন অভিনব পদ্ধতিতে শিবলিঙ্গ তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন- কেক থেকে ডিজে! ধূমধাম করে 'ছাগ-সন্তানদের' জন্মদিন পালন উত্তরপ্রদেশের দম্পতির