Viral Video: হাইওয়েতে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি, বনেটে বসে ১০ বছরের শিশু ! ভিডিয়ো দেখে শিউরে উঠবেন আপনিও
Rajasthan Viral Video: শিশুর প্রাণ নিয়ে ছেলেখেলা ! গাড়ির বনেটে শিশুকে বসিয়ে হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। রাজস্থানের ঝালওয়ারে এমনই ঘটনা ধরা পড়েছে ভিডিয়োতে।
Rajasthan: শিশুর প্রাণ নিয়ে ছেলেখেলা ! গাড়ির বনেটে শিশুকে বসিয়ে হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। রাজস্থানের ঝালওয়ারে এমনই ঘটনা ধরা পড়েছে ভিডিয়োতে। পাশের গাড়ি থেকে এই ভিডিয়ো করা হয়েছে ক্যামেরায় এবং তা সমাজমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আর ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশের নজরে আসে এবং এই ঘটনার (Viral Video) ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয় গাড়িচালক ও গাড়িতে (Child on Car Bonnet) থাকা অন্য ব্যক্তিদের বিরুদ্ধে।
গাড়ির নম্বর প্লেট দেখে সেই গাড়িচালক ব্যক্তিকে খুঁজতে শুরু করেছে পুলিশ। গাড়ির নম্বরও ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে রাজস্থানের ঝালওয়ারের ৫২ নং জাতীয় সড়কেই এই ঘটনা ঘটেছে। সেখানকার গুর্জর কা ধাবার কাছেই এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। বলা হচ্ছে যে গাড়িচালক ব্যক্তি সেই শিশুটিকে গাড়ির বনেটে ইচ্ছে করেই বসিয়ে রেখেছিলেন যাতে তিনি স্টান্ট করতে পারেন। এই ভিডিয়ো দেখলে গাঁ শিউরে উঠবে কারণ এই স্টান্ট দেখানোর সময় একটু ভুল হলেই শিশুটির প্রাণ চলে যেতে পারত।
এই মামলা সম্পর্কে তথ্য জানিয়ে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট হর্ষরাজ সিং খারেদা জানান যে, শহরের গুর্জর কা ধাবা এলাকা থেকে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গাড়িচালক একটি শিশুকে বনেটে বসিয়ে তাঁর প্রাণসংশয় তৈরি করেছেন নিছক স্টান্ট করার জন্য। আর এই ভিডিয়োটির ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্তও শুরু হয়ে গিয়েছে। এই গাড়ির মালিককে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সেই ব্যক্তি গ্রেফতার হওয়ার পরেই আরও তথ্য জানা যাবে। মূলত রিল বানানোর জন্যই এই কাজ করা হয়েছে বলে নেটিজেনদের বক্তব্য। একজন এই ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে লেখেন, 'অভিযুক্তরা একটি নিষ্পাপ শিশুকে বসিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। এই ভিডিয়ো দেখে পুলিশ তৎপর হয়েছে'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নবদম্পতিকে ফুল ছুঁড়ছিলেন বন্ধুরা, রাগে লাল পুরোহিত, এ কী করে বসলেন ? দেখুন ভিডিয়ো