Viral Video: বিয়ের আসরে বর-কনের রোম্যান্টিক ফটোশ্যুটে এ কী কাণ্ড! ভাইরাল ভিডিও
Wedding Photoshoot: ফটোশ্যুটে যে এমন গড়বড় হতে পারে তা বোধহয় কল্পনাও করেননি ওই বর-কনে।
Viral Video: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে বিয়ের (Wedding Video) আসরের নানা রকমের মজার ভিডিও মাঝে মাঝেই ভাইরাল (Viral Video) হয়। কোথাও দেখা যায় বর বা কনে একে অন্যের উপর রাগ দেখিয়ে সাংঘাতিক হাস্যকর সব কাণ্ড ঘটাচ্ছেন। কোথাও বা বর, কনের হাতাহাতির দৃশ্যও দেখা গিয়েছে। তবে এবার বিয়ের আসরে এক বর, কনের ওয়েডিং শ্যুটের এমন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। এই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। কিন্তু কী এমন ঘটেছে এই ভাইরাল ভিডিওতে? একবার দেখলেই বুঝতে পারবেন আপনি। তাই একঝলক দেখেই নিন এই ভাইরাল ভিডিও।
View this post on Instagram
লাল লেহেঙ্গা, ভারী গয়নায় সেজেছেন কনে। সাদা রঙের পাঞ্জাবিতে পাল্লা দিয়েছেন বরও। বেশ রোম্যান্টিক পোজ দিয়ে ফটোশ্যুট করতে শুরু করেছিলেন তাঁরা। সবটাই ছিল বেশ সিনেমার মতো। কিন্তু রোম্যান্টিক দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিনেমায় কায়দায় পোজ দিতে গিয়ে সটান মাটিতে পড়েই গিয়েছেন কনে। বরের যে খুব দোষ রয়েছে তা নয়। বেচারা টাল সামলাতে পারেননি। কিন্তু নিজে অবশ্য পড়ে যাননি। কিন্তু কনে একদম সবসমেত পড়েই গিয়েছেন মাটিতে। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে ভিউ, কমেন্ট, লাইকের সংখ্যা। মজা করে নেটিজেনদের অনেকে লিখেছেন, 'এই বরের কপালে বিয়ের পর অনেক দুঃখ রয়েছে। এভাবে ফেলে দেওয়ার ঘটনা একদম সুদে আসলে বুঝে নেবেন কনে।' এই কাণ্ড কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওর ভিউ ১৪ মিলিয়ন পার হয়েছে।