Viral Video: সাক্ষাৎ মৃত্যু ! ঘুমন্ত ব্যক্তির গায়ের উপর বিশালাকায় কোবরা, ঘুম ভাঙতেই... ভিডিয়ো দেখে আঁতকে উঠবেন
King Cobra Slithers Across Bed: এই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বিরাটাকায় কোবরা সাপ ধীরে ধীরে বিছানায় শুয়ে থাকা সেই মানুষটির পায়ের উপর দিয়ে বেয়ে চলছে। আর এই সাপ দেখেও সেই মানুষটি কিছুই বলছেন না।

উত্তরাখণ্ড: সমাজমাধ্যমে একটি ভিডিয়ো সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখে আপনি আঁতকে উঠবেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক বিশালাকায় কিং কোবরা সাপ চড়ে বসে আছে বিছানা জুড়ে আর সেই বিছানাতেই শুয়ে একজন মানুষ। কোনওভাবেই নড়াচড়া করতে পারছেন না তিনি। আর সাপটিও নড়ছে না। এক অদ্ভুত নিস্তব্ধতা ! বিষধর এই সাপ দেখে যে কেউ আতঙ্কে শিউরে উঠবেন। মনে করা হচ্ছে এই ভিডিয়োটি উত্তরাখণ্ডের। তবে স্থান নিয়ে সত্যতা যাচাই করা হয়নি।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বিরাটাকায় কোবরা সাপ ধীরে ধীরে বিছানায় শুয়ে থাকা সেই মানুষটির পায়ের উপর দিয়ে বেয়ে চলছে। আর এই সাপ দেখেও সেই মানুষটি কিছুই বলছেন না, তাঁর কোনও প্রতিক্রিয়া নেই। ভয়ে আতঙ্কে লাফিয়ে উঠছেন না। এক অদ্ভুত শান্তি যেন সেই ঘরে। একেবারে মূর্তির মত জড়োসড়ো হয়ে বসে আছেন তিনি। তাঁর উপর দিয়ে চলছে এই বিষধর প্রাণীটি। সেই ব্যক্তিটি বুঝতে পেরেছেন যে কোনও আকস্মিক নড়াচড়ার কারণে তাঁর ক্ষতি হতে পারে। প্রাণীটি ভয় পেয়ে তাঁকে দংশন করতে পারে। তাই তিনি সম্পূর্ণ চুপ করে আছেন। আর এই ঘটনার উত্তেজনা আরও শীর্ষে যায়, যখন সেই সাপটি একেবারে ব্যক্তির মুখের কাছে চলে আসে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে। আর সেই সময় চোখের পলকে অবস্থা বদলে যায়।
হঠাৎ সেই ব্যক্তি কিছুটা উপরে ঝাঁকানি দিয়ে ওঠেন, ভয় পেয়ে। কিন্তু সেই কোবরাটিও এতে কিছুই করে না। নিশ্চল, শান্ত প্রাণীর মত রয়ে যায়। এ যেন এক অবাস্তব মিথষ্ক্রিয়া, কোনওভাবেই সাপটি ব্যক্তিকে আক্রমণ করে না।
এই ভিডিয়োটি সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কিছু মানুষ ভিডিয়োর ব্যক্তির সংযত আচরণের প্রশংসা করেছেন। অনেকেই মনে করেছেন যে সেই ব্যক্তির শান্ত স্বভাবের কারণেই কিং কোবরাটি উত্তজিত বোধ করেনি। এক নেটিজেন লিখেছেন যে ক্যামেরাম্যান কখনও মরে না। আরেকজন লিখেছেন, 'কোবরাকে দেখে মনে হচ্ছে আপনার বন্ধু যার আপনি ভিডিয়ো রেকর্ড করছেন।' আরেকজন ব্যক্তি সমাজমাধ্যমে এই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, 'কোবরা যতক্ষণ না পর্যন্ত আপনার চোখের দিকে তাকায়নি, ততক্ষণ আপনার মন স্থির ছিল'।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মালদা জেলায় এক বাড়িতে শোওয়ার ঘরের এসি থেকে বেরিয়ে আসতে দেখা প্রকাণ্ড এক সাপকে। শীতকালে এসি বন্ধ থাকায় সেই এসির মধ্যে সাপটি প্রজনন করে বাচ্চা দিয়েছিল। সর্পবিষারদ নিতাই হালদার এসে এই সাপ উদ্ধার করেন।





















