কলকাতা: কথায় বলে, মা হওয়ার সুখ পৃথিবীর সবচেয়ে বড় সুখ। সন্তান জন্ম দেওয়ার পর একজন মা এর অনুভূতি প্রকাশ করার ভাষা থাকে না কোনওসময়ই। দশ মাস যাকে গর্ভে ধারণ করেছেন সযতনে, তাঁকে ছুঁতে পাওয়ার স্বস্তি বোধ ভাষায় বর্ণনা করা কঠিন। সে সুখে আনন্দ অশ্রুও ঝরে। এই মুহূর্তটি শুধু একজন মায়ের জন্যই নয়, একজন বাবার জন্যও সমান আনন্দের। সন্তানকে প্রথমবার দেখার পর আনন্দে চোখে জল আসে প্রায় সকলেরই। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর আপনারও চোখে জল আসতে পারে।


ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবে মাত্র পৃথিবীর আলো দেখেছে এক শিশু। তোয়ালে জড়িয়ে তাকে তার মায়ের হাতে তুলে দিয়েছেন চিকিৎসকরা। সেই মাকে কোনওভাবেই ছাড়তে রাজি নয় সদ্যোজাত। মাকে জড়িয়ে ধরে আদর খেয়েই চলেছে সে। সাধারণত জন্মের পর শিশুরা হাত-পা নাড়াতেও পারে না, মাকে ধরে রাখা তো দূরের কথা, কিন্তু এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা যেন অবিশ্বাস্য।






আরও পড়ুন, ভারতের 'যমজ গ্রাম' নামে খ্যাত এই এলাকা! কাহিনী জানলে অবাক হতে হয়


ভিডিওটি @TheFigen_ নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। ক্যাপশনটিতে লেখা হয়েছে, 'নবজাতক শিশু তার মাকে ছেড়ে যেতে চাইছেই না'। ভিডিওটি এতটাই মনগ্রাহী ছিল যে ২২ সেকেন্ডের মধ্যে ভিডিওটি ৫ লক্ষ ৮৮ হাজারের বেশি ভিউজ হয়েছে। ১৬ হাজারের বেশি ইউজাররা ভিডিওটি শেয়ার করেছে ইতিমধ্যেই।                                              


অনেকে কমেন্টও করেছেন।  কেউ বলছেন 'জীবনে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না', আবার কেউ বলছেন 'এটি একটি চমৎকার এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও'। যদিও কিছু ব্যবহারকারী এমনও বলছেন যে ফটোশপের সাহায্যে শিশুটির হাত তৈরি করা হয়েছে। তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।