Viral Video: তাদের দেখা মেলে না সহজে। কালেভদ্রে নজরে আসে তারা। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফরার বছরের পর বছর অপেক্ষা করেন তাদের একটা মুহূর্ত লেন্সবন্দি করার জন্য। ক্যামেরা হাতে নিয়ে দিন কাটে অনন্ত অপেক্ষায়। তবে এবার দর্শন দিয়েছে তারা। একজন নয়, একাধিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুষার চিতাদের একটি ভিডিও। বিরল প্রাণীর পর্যায়ে রয়েছে তুষার চিতারা। প্রবল ঠান্ডার জায়গা ছাড়া দেখা যায় না এই দুর্লভ প্রাণীদের। এবার তুষার চিতাদের যে ভিডিও ভাইরাল হয়েছে তা লাদাখের বলে শোনা গিয়েছে। 


এক্স মাধ্যমে ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক, আইএএস সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, বরফে মোড়া লাদাখ উপত্যকায় খেলায় মেতেছে দুই তুষার চিতা। তাদের আকার, আয়তন দেখে ঠিক স্পষ্ট নয় ওদের বয়স। তবে একদম ছোট্ট ছানা নয়। ভাইরাল ভিডিও লাদাখের জাস্কর উপত্যকার বলে শোনা গিয়েছে। ভাইরাল ভিডিওতে রুক্ষ পাথুরে পাহাড়ের সামান্য ঝলকও মিলেছে। তবে বেশিরভাগই আচ্ছাদিত বরফের পুরু চাদরে। তার উপরেই একে অন্যের সঙ্গে খেলায় মেতেছে ওই দুই তুষার চিতা বা স্নো লেপার্ড। বরফে স্লিপ করে পাহাড়ের ঢাল বেয়ে একটু করে নীচে নেমে যাচ্ছে একজন। আবার উঠছে। বন্ধুকে বরফে আনন্দ করতে দেখে উপভোগ করছে তার সঙ্গীও। বরফের উপর লাফিয়ে ঝাঁপিয়ে নিজের আনন্দ প্রকাশও করেছে আরেকটি তুষার চিতা। 


এক্স মাধ্যমে আইএএস সুপ্রিয়া সাহু-র শেয়ার করা সেই ভাইরাল ভিডিও দেখে নিন আপনিও 



সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই ভিডিও দেখে খুশি নেটিজেনদের প্রায় সকলেই। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। বরফের মধ্যে তুষার চিতাদের এভাবে খেলা করতে দেখা সত্যিই ভাগ্যের। আর যিনি সামনে থেকে এই দৃশ্য দেখে ক্যামেরা বন্দি করেছেন, তাঁর ভাগ্য যে বেশ ভাল, সেটাও স্পষ্ট। বরফ দেখে ওই দুই তুষার চিতার মনেও যে দেদার আনন্দ হয়েছে তা স্পষ্ট বোঝা গিয়েছে তাদের অঙ্গভঙ্গিতে। আশপাশের কোনও দিকে নজর না দিয়ে বরফের উপর খেলায় মেতেছে দুই বন্যপ্রাণ। 


আরও পড়ুন- 'আন্ডা চোর', ২১০০ টাকার ডিম কিনে চম্পট, ভাইরাল ভিডিওতে মজার 'ট্যুইস্ট'