কলকাতা: কখনও কয়েক সেকেন্ডের একটা ভিডিও। কখনও আবার কোনও একটা রিল। কখনও বিশ্ববিখ্যাত পুরস্কারের মঞ্চের কোনও ঘটনা। এক নিমেষে ভাইরাল হওয়ার মতো একাধিক বিষয় দেখা গিয়েছে ২০২২ সালে। গোটা বছরের এক একটা সময় এক একটা ভিডিও মাতিয়ে রেখেছে নেটদুনিয়া। চর্চিত হয়েছে বিশ্বজুড়ে। বছরশেষে সেরকমই ভাইরাল ভিডিওর কিছু তালিকায় চোখ রাখা যাক।
পুরস্কারের মঞ্চে:
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। ২০২২-এর মার্চ। মঞ্চে সঞ্চালনা করছিলেন কমেডিয়ান ক্রিস রক। সেই সময়েই অভিনেতা উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে কিছু মন্তব্য করেন তিনি। তখনই সটান মঞ্চে উঠে ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। ঘটনার মুহূর্তটি নিমেষে ভাইরাল হয় গোটা দুনিয়ায়। দোষ কার? তা নিয়েও ২ শিবিরে ভাগ হয়ে গিয়েছিলেন অনেকেই।
কোকাকোলা কিনছেন এলন?
গোটা ২০২২, বারবার চর্চায় এসেছেন এলন মাস্ক। টেসলা থেকে টুইটার কিনে নেওয়া- শিরোনামে আসার কারণ ছিল অনেকগুলিই। এরই মধ্যে ভাইরাল হয়েছিল এলন মাস্কের করা একটি টুইট। টুইটার কিনে নেওয়ার পরেই একটি টুইট করেছিলেন এলন মাস্ক। সেখানে লিখেছিলেন এবার কোকাকোলা কিনতে চলেছেন তিনি। তা রীতিমতো ভাইরাল হয়। দুনিয়াজুড়ে শুরু হয় আলোচনা, পড়তে থাকে কমেন্ট।
ভাইরাল কিলি:
সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত কিলি পল (Kili Paul) এবং তাঁর বোন নিমা পল (Neema Paul). তানজানিয়ার বাসিন্দা ওই দুই ভাই-বোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিভিন্ন বলিউডি গানে তাঁদের ঠোঁট মেলানো, নাচের একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এই বছর ভাইরাল হয়েছিল বলিউডের হিট সিনেমা 'শেরশাহ'-এর গানের সঙ্গে তাঁদের lip-Sync-এর ভিডিও।
বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী:
এই বছরটার অনেকটা সময় কেটেছে ফুটবল বিশ্বকাপের জ্বরে। জিতেছে আর্জেন্তিনা। সেই জয়ের সময়েই একটি টুইট হঠাৎ সামনে আসে। এক ব্যক্তির একটি টুইটে দাবি করা হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। সেই টুইটটি করা হয়েছিল ২০১৫ সালের মার্চে। ২০২২-এ মেসির হাতে কাপ ওঠার পরেই সেই টুইট ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নাচের ছন্দে:
দলের সবাই পুরুষ। সকলেই বিদেশি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তাঁরা। কারণ বলিউডের গানের সঙ্গে তাঁদের চোখধাঁধানো নাচ। গোটা বছরে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে এই নাচের দলের। নাম, thequickstyle. বলিউডের কালা চশমা- গানের সঙ্গে তাঁদের বানানো রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর থেকেই একের পর এক বলিউডের গানের সঙ্গে রিল বানান তাঁরা। আর প্রতিটিই ভাইরাল।
কাঁচা বাদামের উত্থান:
বছরের একেবারে প্রথম দিক। উল্কার মতো গতিতে উত্থান হল পশ্চিমবঙ্গের এক বাদাম বিক্রেতার। সৌজন্য়ে তাঁর গান- কাঁচা বাদাম। বছরের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া ভিডিওর দৌড়ে যা প্রথম সারিতেই থাকবে। বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার তাঁর বাদাম বিক্রির জন্য নিজেই গান বেঁধেছিলেন। তা কেউ ভিডিও করে ইন্সটাগ্রামে আপলোড করে। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছিল। তারপর ওই গানের রিমিক্স হয়েছে। অসংখ্য রিল বানানোর ট্রেন্ড শুরু হয়। পরে ভুবন বাদ্যকারকে দিয়ে গান রেকর্ডও করানো হয়।
ভাইরাল ভিডিও, উৎস পাকিস্তান:
কখন কী ভাইরাল হয়, তা কেউই হয়তো বলতে পারেন না। যেমন এই ভিডিওটি। পাকিস্তানের এক তরুণী, নাম আয়েষা। তিনি একটি বিয়ের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান 'মেরে দিল ইয়ে পুকারে আজা'--এর সঙ্গে নেচেছিলেন। সেই ভিডিও তিনি পোস্ট করেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সেটিই ঝড়ের মতো ভাইরাল হয়। ওই গান নিয়ে রিল বানানোর ট্রেন্ডও শুরু হয়।
পুষ্পার জাদু:
দক্ষিণী সিনেমা পুষ্পা। অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানার এই সিনেমা ভাইরাল। এই সিনেমায় একটি আইটেম ডান্স নাম্বার ছিল সামান্থা প্রভুর। তুমুল ভাইরাল হয়েছে সেটিও। ২০২২ জুড়ে দেশে-বিদেশে তুমুল ট্রেন্ডিং হয়েছিল সিনেমার দুটি গান। আর তা নিয়ে তৈরি হয়েছে বহু রিলও। সেগুলোর কয়েকটাও হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: মেরুকরণকে ছাপিয়ে লাল দুর্গের উদয়, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়, আগাগোড়া ঘটনাবহুল ২০২২