‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম’-এ আজকের সকালের বিষয় ছিল নবম শ্রেণির ইতিহাস ও দ্বাদশ শ্রেণির কমার্শিয়াল ল। বিকেলের বিষয় ছিল দশম ও দ্বাদশ শ্রেণির অঙ্ক।
কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর। পড়ুয়ামহলে তা বেশ জনপ্রিয় হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে। ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’টি ক্লাস হচ্ছে। ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম’-এ আজকের সকালের বিষয় ছিল নবম শ্রেণির ইতিহাস ও দ্বাদশ শ্রেণির কমার্শিয়াল ল। বিকেলের বিষয় ছিল দশম ও দ্বাদশ শ্রেণির অঙ্ক। এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।