এক্সপ্লোর
Actor Koushik Roy Joins BJP : 'মানুষের জন্য কাজ করতেই বিজেপিতে', Dilip Ghosh এর হাত থেকে পতাকা নিয়ে রাজনীতিতে কৌশিক

1/7

শুক্রবারই রাজনৈতিক ময়দানে কোমর বেঁধে নামলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের পক্ষ থেকে পতাকা তুলে দেন তাঁর হাতে।
2/7

কৌশিকের পরিবারের মানুষরাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে অন্য ভাবধারায়। তবে পদ্মপতাকা হাতে নিয়ে নিজের জেলা, শহরের জন্য কাজ করতে পারবেন বলে তাঁদের বিশ্বাস।
3/7

রাজনীতিতে আসার ইচ্ছে কৌশিকের বহুদিনের। সেই ইচ্ছেপূরণেরই এটা সবথেকে ভাল সময় মনে করছেন তিনি। আশা, গেরুয়া শিবিরে গিয়ে তিনি মানুষের জন্য কাজ করতে পারবেন।
4/7

২০১১ সাল থেকেই টেলিভিশনে জনপ্রিয় কৌশিক। বধূ কোন আলো লাগল চোখে, ইষ্টি কুটুম, একলা চলো , বোঝেনা সে বোঝেনা, কুসুম দোলা, ফাগুন বউ - ইত্যাদি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাঁকে।
5/7

কৌশিক রায় এক ধারাবাহিকে এক সময় ছাত্র নেতার ভূমিকায় অভিনয় করেন। তারপর বিভিন্ন সিরিয়ালেই তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। নেগেটিভ চরিত্রেও তিনি দারুণ জনপ্রিয়তা পান।
6/7

তিনি 'খড়কুটো'র সৌজন্য। আবার তাঁর জনপ্রিয়তা 'ক্রেজি' ডাকেও। সেই সৌজন্যর হাতেই এবার রাজনৈতিক দলের পতাকা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে BJP তে যোগ দিলেন তিনি।
7/7

সৌজন্যর গেরুয়া শিবিরে যোগদানের মঞ্চে ছিলেন সৌমিত্র খাঁ-সহ বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতারা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
