এর আগে মোনালিসা সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরে ছবিও শেয়ার করেছিলেন। তাঁর অনুরাগীরা পোস্টের জন্য অপেক্ষা করেন।
2/7
মোনালিসা কালো প্যান্ট এবং হলুদ ক্রপ টপ পরেছিলেন।
3/7
সোশাল মিডিয়া মোনালিসা কালো প্যান্ট এবং হলুদ ক্রপ টপ পরেছিলেন। য় ওয়ার্কআউটের ফটো এবং ভিডিওগুলি শেয়ার করেন তিনি। সম্প্রতি মোনালিসা তার অ্যাবসের কয়েকটি ছবি ওয়ার্কআউট সেশনের পরে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।
4/7
তবে শুধু সিনেমা নয়, টিভি শো নাগিনে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মোনালিসাকে।
5/7
যদিও বাঙালি অভিনেত্রীসোশাল মিডিয়ায় ওয়ার্কআউটের ফটো এবং ভিডিওগুলি শেয়ার করেন তিনি। সম্প্রতি মোনালিসা তার অ্যাবসের কয়েকটি ছবি ওয়ার্কআউট সেশনের পরে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভোজপুরি ছবিতেই বেশি অভিনয় করেছেন। বরাবরই স্বাস্থ্য সচেতন তিনি। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেন তিনি।
6/7
শুধু বাংলা ভাষাই নয়, ভারতীয় অভিনেত্রী হিন্দি, ওড়িয়া, তামিল, কান্নড় এবং তেলেগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন।
7/7
ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো থেকেই বাংলা সিনে জগতে পরিচিতি তৈরি হয়েছিল তাঁর। চলচ্চিত্র জগতের বিখ্যাত মুখ মোনালিসা। তাঁর আসল নাম অন্তরা বিশ্বাস।