এক্সপ্লোর
Horoscope Today 30 July: স্বাস্থ্যের যত্ন নিন তুলা রাশির জাতকেরা, দেখে নিন আজকের রাশিফল
Daily Horoscope: জেনে নিন কেমন কাটবে আপনার আজকের দিন...
![Daily Horoscope: জেনে নিন কেমন কাটবে আপনার আজকের দিন...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/6883157094b1c94327dcdaeb793802c31659148503_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের রাশিফল, ৩০ জুলাই
1/12
![এই সপ্তাহে কাছের মানুষদের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেটা নিশ্চিত করার জন্য় আরও বোঝাপড়া ও মনোযোগ দরকার। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনে নতুন কোনও ভাবনা আসতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনও সম্পত্তি বা অর্থ লাভ হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/f4b8870e3add70a588123286ae3ebe8e4d026.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই সপ্তাহে কাছের মানুষদের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেটা নিশ্চিত করার জন্য় আরও বোঝাপড়া ও মনোযোগ দরকার। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনে নতুন কোনও ভাবনা আসতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনও সম্পত্তি বা অর্থ লাভ হতে পারে।
2/12
![দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও সমস্যার সমাধান এই সপ্তাহে হয়ে যেতে পারে। নতুন কোনও ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। স্ত্রীর সঙ্গে কলহের আশঙ্কা রয়েছে। তাই নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করাই ভাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/bdd7d6a48a20e93100b7db1e21f0af0707d75.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও সমস্যার সমাধান এই সপ্তাহে হয়ে যেতে পারে। নতুন কোনও ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। স্ত্রীর সঙ্গে কলহের আশঙ্কা রয়েছে। তাই নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করাই ভাল।
3/12
![আজ যেমন আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তেমনই আবার অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভ হওয়ার আশাও আছে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তর্কে জড়ানো উচিত নয়। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নম্র ও শান্ত ব্যবহার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। এ সপ্তাহে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার আশাও রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/b4e8c4981b2c6ef7fb4eb7bf4fb4fdbf12cff.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ যেমন আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তেমনই আবার অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভ হওয়ার আশাও আছে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তর্কে জড়ানো উচিত নয়। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নম্র ও শান্ত ব্যবহার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। এ সপ্তাহে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার আশাও রয়েছে।
4/12
![চাকরিজীবীদের জন্য এ সপ্তাহ বেশ ভাল যাওয়ার আশা রয়েছে। অফিসে পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে। এখনই নতুন কোনও বিনিয়োগের পরিকল্পনা না করাই ভাল। একই সময়ে পরিবারের কারও স্বাস্থ্যের উন্নতি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/f08ca73540bcd427bf32974402609c97e5721.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
চাকরিজীবীদের জন্য এ সপ্তাহ বেশ ভাল যাওয়ার আশা রয়েছে। অফিসে পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে। এখনই নতুন কোনও বিনিয়োগের পরিকল্পনা না করাই ভাল। একই সময়ে পরিবারের কারও স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
5/12
![পেশাগত ক্ষেত্রে এ সপ্তাহ বেশ ভাল যাওয়ার আশা রয়েছে। অফিসে পদোন্নতির আশা রয়েছে। পছন্দমতো কোনও জায়গায় বদলিও হতে পারে। পড়ুয়াদের জন্যও সময়টা ভাল। শেয়ার বাজারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও লাভ হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/4d165b87d114d9ce1c4abf28e6f770f9b2ca2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পেশাগত ক্ষেত্রে এ সপ্তাহ বেশ ভাল যাওয়ার আশা রয়েছে। অফিসে পদোন্নতির আশা রয়েছে। পছন্দমতো কোনও জায়গায় বদলিও হতে পারে। পড়ুয়াদের জন্যও সময়টা ভাল। শেয়ার বাজারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও লাভ হতে পারে।
6/12
![পরিবার-পরিজনদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি ছাড়া আর কোনও সমস্যা হওয়ার কথা নয়। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিবাহিতরা পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর পেতে পারেন। কোনও কারণে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তার ফলে কিছুটা সমস্যা হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/c71ca3ba7f9aaa3528c4858f2e528f1a9a70b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিবার-পরিজনদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি ছাড়া আর কোনও সমস্যা হওয়ার কথা নয়। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিবাহিতরা পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর পেতে পারেন। কোনও কারণে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তার ফলে কিছুটা সমস্যা হতে পারে।
7/12
![পেশাগত ক্ষেত্রে আজ কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে পারে। অফিসে বাড়তি পরিশ্রম হতে পারে। ব্যক্তিগত জীবনে অবশ্য কোনও সমস্যা থাকার কথা নয়। বরং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হতে পারে। স্ত্রীর সাহায্যে পরিবারের কোনও সমস্যা মিটে যেতে পারে। ঠান্ডা লেগে সর্দি-কাশি হতে পারে। তাই সে বিষয়ে সাবধান থাকতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/006977b40dc76f525627be28ca1fb63bbb8e3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পেশাগত ক্ষেত্রে আজ কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে পারে। অফিসে বাড়তি পরিশ্রম হতে পারে। ব্যক্তিগত জীবনে অবশ্য কোনও সমস্যা থাকার কথা নয়। বরং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হতে পারে। স্ত্রীর সাহায্যে পরিবারের কোনও সমস্যা মিটে যেতে পারে। ঠান্ডা লেগে সর্দি-কাশি হতে পারে। তাই সে বিষয়ে সাবধান থাকতে হবে।
8/12
![দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা এ সপ্তাহে পেতে পারেন। ব্যবসায়ীদের এখনই নতুন কোনও বিনিয়োগের কথা না ভাবাই ভাল। না হলে ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মিলে কাজ করলে সহজেই কাজ মিটে যাবে। আজ পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য নতুন কিছু শিখতে হতে পারে। তবে ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/dadd32ab21544601a60432ee00d36d068deda.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা এ সপ্তাহে পেতে পারেন। ব্যবসায়ীদের এখনই নতুন কোনও বিনিয়োগের কথা না ভাবাই ভাল। না হলে ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মিলে কাজ করলে সহজেই কাজ মিটে যাবে। আজ পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য নতুন কিছু শিখতে হতে পারে। তবে ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হতে পারে।
9/12
![ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভের আশা আছে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং কিছু অর্থ জমাতেও পারবেন। প্রেমের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। পড়ুয়াদের জন্য় সময়টা ভাল। আজ জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও আইনি লড়াইয়ে জয় পেতে পারেন। অফিসে সময়ে কাজ শেষ করার জন্য একটু বাড়তি পরিশ্রম করতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/de9d3d60ca74e1319cd6dfd062a6c31637299.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভের আশা আছে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং কিছু অর্থ জমাতেও পারবেন। প্রেমের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। পড়ুয়াদের জন্য় সময়টা ভাল। আজ জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও আইনি লড়াইয়ে জয় পেতে পারেন। অফিসে সময়ে কাজ শেষ করার জন্য একটু বাড়তি পরিশ্রম করতে হবে।
10/12
![এ সপ্তাহে বাড়তি পরিশ্রম হতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করেন বা বহুজাতিক সংস্থায় কর্মরত, তাঁদের জন্য সময়টা ভাল। পেশা ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মহীন, তাঁরা পছন্দের চাকরি পেতে পারেন। এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দেনা মেটাতে সক্ষম হবেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। দম্পতিদের মধ্যে কোনও বিষয়ে সামান্য বচসা হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/644a9ce9227f1ef69a356efa1fb570565d5a7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এ সপ্তাহে বাড়তি পরিশ্রম হতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করেন বা বহুজাতিক সংস্থায় কর্মরত, তাঁদের জন্য সময়টা ভাল। পেশা ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মহীন, তাঁরা পছন্দের চাকরি পেতে পারেন। এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দেনা মেটাতে সক্ষম হবেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। দম্পতিদের মধ্যে কোনও বিষয়ে সামান্য বচসা হতে পারে।
11/12
![যে কোনও কাজে প্রত্যাশিত ফল পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। সামাজিক অবস্থানেরও উন্নতি হতে পারে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। সংবাদমাধ্যমের কর্মী, বিনোদন জগত, অভিনয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সাফল্য পাওয়ার আশা আছে। শিল্পকলা, সাহিত্য, অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/6e852404809543b7d902985c4475b6e4a4571.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
যে কোনও কাজে প্রত্যাশিত ফল পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। সামাজিক অবস্থানেরও উন্নতি হতে পারে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। সংবাদমাধ্যমের কর্মী, বিনোদন জগত, অভিনয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সাফল্য পাওয়ার আশা আছে। শিল্পকলা, সাহিত্য, অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে পারে।
12/12
![আজ নিজের দক্ষতায় পরিবার ও পেশাগত ক্ষেত্রে সহজেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। নতুন কোনও সুযোগ আসতে পারে। এখনই নতুন কোনও বিনিয়োগ না করাই ভাল। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটু বেশি সময় কাটান। সন্তানের জন্য গর্ব হতে পারে। দাঁতের সমস্যা হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/2df154d30dc92d17d605676ee9aa5c2616eae.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ নিজের দক্ষতায় পরিবার ও পেশাগত ক্ষেত্রে সহজেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। নতুন কোনও সুযোগ আসতে পারে। এখনই নতুন কোনও বিনিয়োগ না করাই ভাল। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটু বেশি সময় কাটান। সন্তানের জন্য গর্ব হতে পারে। দাঁতের সমস্যা হতে পারে।
Published at : 30 Jul 2022 08:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)