এক্সপ্লোর
Astrology: গতিপথ পাল্টাতে চলেছে বুধ, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির
Mercury Transit : বুধের অবস্থান খারাপ হলে মারামারি, ঝগড়া, বিবাদ ও তর্কাতর্কি হতে পারে

প্রতীকী ছবি (Pixabay)
1/10

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধিমত্তা ও বাকশক্তির গ্রহ বলে মনে করা হয়। যদি বুধ আপনার কুণ্ডলীতে শুভ প্রভাব ফেলে তাহলে আপনি সম্পদ, যশ-সম্মান পাবেন।
2/10

অন্যদিকে, বুধের অবস্থান খারাপ হলে মারামারি, ঝগড়া, বিবাদ ও তর্কাতর্কি হতে পারে। অনেক সময় সিদ্ধান্ত নিতে অসুবিধার সম্মুখীন হতে হয়।
3/10

এবছর প্রথমে ২৭ নভেম্বর ধনু রাশিতে প্রবেশ করেছিল বুধ। তারপরে ১৩ ডিসেম্বর বক্রি হয় এবং ১৮ ডিসেম্বর অস্ত যায়। এবার ২৮ ডিসেম্বর উদয় হওয়ার পর পরের বছর ২ জানুয়ারি সরাসরি ধনু রাশিতে চলে যাবে।
4/10

অর্থাৎ, ডিসেম্বর মাসে দ্বিতীয়বার রাশি পরিবর্তন করতে চলেছে গ্রহদের রাজপুত্র বুধ। ২৮ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে গমন করবে।
5/10

এতে ৩ রাশির মজা নষ্ট হয়ে যাবে। জানুন কখন ঘটবে ট্রানজিট এবং সৌভাগ্যবান রাশি হতে চলেছে কারা।
6/10

মেষ রাশির জাতক জাতিকারা বুধের গমনে লাভবান হতে চলেছেন। আপনার চাকরিতে পদোন্নতি এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজ সফল হবে এবং উন্নতির পথে এগিয়ে যাবেন।
7/10

মিথুন রাশির জাতকদের জন্য বুধের গমন শুভ ফল বয়ে আনবে। আপনার ভাগ্য ২০২৩-এর শেষ এবং ২০২৪-এর শুরুতে উজ্জ্বল হতে চলেছে।
8/10

মিথুন- আপনার সম্পদ বাড়বে। আপনি যদি কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ভাল রিটার্ন পাবেন।
9/10

মকর- বুধের গমন লাভ নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতকদের জীবনে। খুশি হবেন। আপনার থমকে থাকা কাজ শেষ হবে এবং জীবনে এগিয়ে যাবেন।
10/10

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 20 Dec 2023 01:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
