হোমফটো গ্যালারিজ্যোতিষShani 2025 : মুঠো মুঠো অর্থলাভ, হাত ছোঁয়ালেই সাফল্য, ২০২৫-এ এই রাশিদের রুপোয় মুড়ে দেবেন শনি
Shani 2025 : মুঠো মুঠো অর্থলাভ, হাত ছোঁয়ালেই সাফল্য, ২০২৫-এ এই রাশিদের রুপোয় মুড়ে দেবেন শনি
By : ABP Ananda | Updated at : 16 Dec 2024 07:01 AM (IST)
২০২৫-এ এই রাশিদের রুপোয় মুড়ে দেবেন শনি
1/9
কেমন কাটবে আগামী বছর ? ২০২৪ এর থেকে ভাল না মন্দ ? জ্যোতিষশাস্ত্র বলছে , আগামী বছর বেশ সক্রিয় হয়ে উঠবেন শনি। সর্বশক্তি দিয়ে তিনি কয়েকটি রাশির ভাল করারই চেষ্টা করবেন।
2/9
সোনার পা, রুপোর পা, তামার পা, লোহার পা। জ্যোতিষশাস্ত্রে শনির রুপোর পায়ে হাঁটা খুবই শুভ বলে মনে করা হয়। নির রুপোর পায়ে হাঁটা মানে আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে ।
3/9
সোনার পা, রুপোর পা, তামার পা, লোহার পা। জ্যোতিষশাস্ত্রে শনির রুপোর পায়ে হাঁটা খুবই শুভ বলে মনে করা হয়। শনির রুপোর পায়ে হাঁটার ফল হিসেবে কয়েকটি রাশির আর্থিক উন্নতি হবে বলে মনে করা হয়।
4/9
শনির রুপোর পায়ে হাঁটার প্রভাব যে যে রাশির উপর থাকে, তাদের সমস্ত আটকে থাকা কাজ সহজে হয়ে যায়। এবং অমীমাংসিত কাজগুলি শীঘ্রই সম্পন্ন হয়।
5/9
শনির রুপোর পায়ে চলার দরুণ ব্যবসায় উন্নতি হয়। বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। রুপোর পায়ে চলার প্রভাবে মানুষকে কম বিরোধে পড়তে হয়। কম সময়ে বেশি সাফল্য অর্জন করা যায়।
6/9
শনি রুপোর পায়ে হেঁটে কর্কট রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে দারুণ সাফল্য পাবেন। তাই পরিশ্রমী মানুষদের জন্য এই সময়টা বেশ শুভ।
7/9
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে দারুণ সাফল্য পাবেন। তাই পরিশ্রমী মানুষদের জন্য এই সময়টা বেশ শুভ। আগামী বছর বৃশ্চিক রাশির জাতকদের সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে।
8/9
শনি রুপোর পায়ে হেঁটে বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে অনেক সফলতা পাবেন। পরিশ্রমী মানুষদের জন্য এই সময়টা বেশ শুভ।
9/9
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।