এক্সপ্লোর
Shani Dev : শনির ‘সাড়ে সাতি’ এড়াতে যে যে নিয়ম মেনে চলতেই হবে
শনি মন্দিরে যান এবং শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন এবং নিয়মিত ১১ টি ছায়া প্রদান করুন।

Shani Dev : শনির ‘সাড়ে সাতি’ এড়াতে যে যে নিয়ম মেনে চলতেই হবে
1/8

শনি একেক রাশি অতিক্রম করতে সময় লাগায় আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর।
2/8

সে জন্যই একে শনির ‘সাড়ে সাতি’ বলা হয়। বলা হয়, একেক জনের জীবনে তিনবার করে সাড়ে সাতি আসতে পারে।
3/8

শনিবার বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে কয়েকটি উপায় অবলম্বন করা যায়। যেমন - শনিবার লোহার আংটি পরা উচিত। এই আংটিটি না তাতিয়ে তৈরি করতে হবে। মধ্যমা আঙুলে এই আংটি পরা খুবই ফলদায়ক।
4/8

শনি মন্দিরে যান এবং শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন এবং নিয়মিত ১১ টি ছায়া প্রদান করুন।
5/8

শনিবার তৈরি করুন কালো অড়হড় ডালের খিচুড়ি। এর পরে, কাছের শনি মন্দিরে যান এবং শনিদেবের পূজা করুন এবং দেবতাকে এই খিচুড়ি নিবেদন করুন। এরপর সেই খিচুড়ি সকলকে পরিবেশন করুন।
6/8

শনি মহাদশা, সাড়ে সাতি ও ধইয়ে আক্রান্ত ব্যক্তিকে শনিবার একটি কালো কাপড়ে সুরমা কাজল, কয়লা, কালো অড়হড়, কালো তিল বেঁধে দিতে হবে। তারপর শনি মহাদশা, সাড়েসাতি ও ধইয়ে আক্রান্ত ব্যক্তির মাথায় ছুঁইয়ে ভাসিয়ে দিতে হবে নদীতে।
7/8

কুষ্ঠ রোগীদের সেবা করুন, ওষুধ ও ব্যান্ডেজ দান করুন। সদর দরজায় ঝোলান ঘোড়ার নাল লাগান। তাতে সিঁদুর দিন। শনিবার কালো পোশাক পরা শুভ।
8/8

image 8
Published at : 02 Jun 2023 03:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
