এক্সপ্লোর
Shani Dev: অর্থক্ষতি! ধাক্কা সম্মানে! শত্রু ছিনিয়ে নিচ্ছে সুযোগ? শনিকে এইভাবে তুষ্ট করলেই উল্টে যাবে পাশা
Shani Effect: শনিদেবের নজরে পদে পদে সমস্যা জীবনে? এই মাসে এই কাজগুলি করলেই বিদায় নেবে সমস্যা

প্রতীকী চিত্র
1/8

২২ জুলাই সাওয়ান শুরু হচ্ছে। এই সময় ভগবান শিবকে তুষ্ট করার জন্য, তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য অনেকে নানাবিধ পুজো-অর্চনা করে থাকেন।
2/8

এই সময়েই কিন্তু শনিদেবকে খুশি করার সুবর্ণ সুযোগও থাকছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান শিবের উপাসনা করলে শনির দোষ প্রশমিত হয়।
3/8

শনির মহাদশা চলছে এমন ব্যক্তি। শনির সাড়ে সাতি বা ধাইয়ার ভুগছেন এমন ব্যক্তিরা প্রতিকারের জন্য় এই সময় বিশেষ কিছু পন্থা নিতে পারেন।
4/8

প্রতি শনিবার করে ভগবান শিবকে কাঁচা দুধ নিবেদন করুন। একটি কালো কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ান। এটি কেবল ভগবান শিবকে প্রসন্ন করবে তাই নয়, আপনি শনিদেবের আশীর্বাদও পাবেন। এতে জীবনের সমস্ত কাজ সুষ্ঠুভাবে হবে।
5/8

এই সময় মাসের প্রতি মঙ্গলবার ভগবান শিবের পুজো করার পরে ভগবান হনুমানকে সিঁদুর ও ছোলা অর্পণ করুন। তারপর ৭ বার হনুমান চালিসা পাঠ করুন।
6/8

বিশ্বাস করা হয়, এটি শনিদেবের বিপরীতমুখী গতির কারণে হওয়া সমস্যা থেকে মুক্তি দেয়। জীবনে প্রভাব পড়ে না। ভগবান হনুমানের পুজো করলে শনির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়।
7/8

বিপরীতমুখী শনির কারণে যদি চাকরিতে বাধা আসে, উন্নতি হাত ফস্কে বেরিয়ে যায়। যদিও টাকাপয়সার সমস্য়া হয় তাহলে শনিদেবের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে আস্ত কোলা উরদ ডাল, কালো তিল, একটি লোহার পেরেক দিন। এরপর ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে শনির অশুভ প্রভাব দূর হয় এবং জীবন সুখী হয়।
8/8

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 14 Jul 2024 09:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
