এক্সপ্লোর
Zodiac Signs: নিজের চেয়ে অন্যকে গুরুত্ব দেন বেশি, মনের কথা তাই রয়ে যায় মনেই, মুখ ফোটে না এই রাশির জাতকদের
Astrology: মন খুলে কথা বলার আগে ভাবেন এঁরা। পরিস্থিতি দেখে তবেই রা কাড়েন।
ছবি: পিক্সাবে।
1/10

মনের কথা মনে রেখে দেওয়ার চেয়ে, সোজাসাপটা থাকা ঢের শ্রেয়। সারা ক্ষণ অন্তত লুকোছাপা করে বেড়াতে হয় না। মানসিক শান্তি বজায় থাকে।
2/10

সচরাচর যে রাখঢাক করতে হয় না, এমন নয়। কিন্ত তা একান্ত উপায় না থাকলে। তবে এমন কিছু মানুষ আছেন, যাঁরা বুদ্ধি কাটিয়ে পরিস্থিতি বুজে তবেই কথা বলেন। অনেক সময় মনের কথা রেখে দেন মনেই।
Published at : 11 Jun 2023 09:32 AM (IST)
আরও দেখুন






















