এক্সপ্লোর
Maruti Suzuki Victoris : মারুতি সুজুকি ভিক্টোরিস অলগ্রিপের প্রথম লুক, অল হুইল ড্রাইভ কি ভ্যালু অ্যাড করে ?
Maruti Suzuki Victoris : এই AWD সংস্করণটি একটি অটোমেটিক বিকল্পের সঙ্গে আসে। যা 103PS সহ K-Series 1.5L ডুয়াল জেট ডুয়াল VVT ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়।
ক্লিন ডিজাইন, দারুণ স্পেকস, ভিক্টোরিসে আলাদা কী ?
1/8

মারুতি সুজুকির ভিক্টোরিস সম্ভবত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন গাড়িগুলির মধ্যে একটি, যা বাজারে আসতেই আলোড়ন ফেলে দিয়েছে। CNG ও হাইব্রিড সহ একাধিক পাওয়ারট্রেন বিকল্প রয়েছে এই গাড়িতে। এখানে দেখানো AllGrip-এর সঙ্গে একটি AWD সংস্করণও রয়েছে।
2/8

এই AWD সংস্করণটি একটি অটোমেটিক বিকল্পের সঙ্গে আসে। যা 103PS সহ K-Series 1.5L ডুয়াল জেট ডুয়াল VVT ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়।
Published at : 12 Sep 2025 02:15 PM (IST)
আরও দেখুন






















