এক্সপ্লোর
Gold Alert: সোনা থাকলেও বিক্রি করতে পারবেন না, আগে টাকা দিয়ে যাচাই করাতে হবে
Bride
1/10

পুরনো সোনার গয়নায় হলমার্ক না থাকলে সমস্যা বাড়ল। এবার থেকে সরকারি নিয়ম অনুসারে হলমার্ক ছাড়া কোনও ব্যক্তি সোনার গয়না বিক্রি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আগে হালমার্ক করিয়ে তবেই কেউ গয়না বিক্রি করতে পারবেন। কত টাকা দিতে হবে এই হলমার্ক করতে। কীভাবে করবেন এই কাজ ?
2/10

সরকার সম্প্রতি সোনার জিনিসপত্র যেমন গয়না বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। এই নিয়মগুলির মূল উদ্দেশ্য, সোনার জিনিস বিক্রিতে আরও স্বচ্ছতা আনা। গ্রাহকরা যাতে সোনা কিনতে গিয়ে প্রতারিত না হন তা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম করেছে সরকার।
Published at : 23 May 2023 12:56 PM (IST)
আরও দেখুন






















