এক্সপ্লোর
Aadhaar Card: পরিচারক, ড্রাইভার মিথ্যে পরিচয় দিচ্ছে না তো ! এভাবে জানুন আধারের আসল নকল ?
UIDAI Update: ভুয়ো পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার আগে জেনে নিন, ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয়। সেই ক্ষেত্রে কেউ ভুয়ো আধার কার্ড দেখালে নিজেই যাচাই করে নিতে পারবেন আধারের আসল-নকল।
আধার দেখিয়ে ভুয়ো পরিচয় দিচ্ছে ভাড়াটে ? যাচাই করুন এভাবে।
1/9

ভুয়ো পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার আগে জেনে নিন, ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয়। সেই ক্ষেত্রে কেউ ভুয়ো আধার কার্ড দেখালে নিজেই যাচাই করে নিতে পারবেন আধারের আসল-নকল।
2/9

অন্যের আধার কার্ড যাচাই করা যাবে এইভাবে ? ১ প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার UIDAI website -www.resident.uidai.gov.in/verify - এ যান ২ এখানে মাই আাধারে গিয়ে আধার সার্ভিসেসে ক্লিক করুন।
Published at : 30 Jan 2023 09:42 AM (IST)
আরও দেখুন






















