এক্সপ্লোর
LIC Policy Claim Update: ওড়িশায় ট্রেনে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আরও সহজ নিয়ম, LIC নিল এই উদ্যোগ
LIC
1/9

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্লেইমের নিয়ম আরও সহজ করল LIC। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে এলআইসি পলিসি হোল্ডার থাকলে পরিবারের পলিসি ক্লেইম করতে অসুবিধা হবে না।
2/9

পরিসংখ্যান বলছে, শনিবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন ২৯৫ জন। আহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। শোনা যাচ্ছে, এই মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে।
Published at : 05 Jun 2023 02:16 PM (IST)
আরও দেখুন






















