এক্সপ্লোর
Pan Card: আপনার সঙ্গেেও হতে পারে এই প্রতারণা, কীভাবে সামলাবেন ?
আপনিও হতে পারেন এই প্রতারণার শিকার।
1/9

Cyber Crime: প্যান কার্ড নিয়ে প্রতারণার ঘটনা প্রথম নয়। রাজকুমার রাও, সানি লিওনের মতো অনেক সেলিব্রিটির প্যান কার্ডে ঋণ নেওয়ার মতো প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে আপনার প্যান কার্ডের অপব্যবহারও হতে পারে। সাইবার জালিয়াতির মাধ্যমে কেউ আপনার প্যান কার্ডের অপব্যবহার করে ঋণ নিতে পারে। সেই ক্ষেত্রে কীভাবে আটকাবেন ?
2/9

এই ঋণ আপনার CIBIL স্কোর নষ্ট করতে পারে। এছাড়াও, আপনি যদি ঋণ পরিশোধ না করেন তবে আপনাকে ব্যাঙ্ক থেকে খেলাপির তালিকায়ও রাখা হতে পারে। যে কারণে ঋণের প্রয়োজন হলে আপনি ফের ঋণ নিতে সমস্যায় পড়বেন। এই পরিস্থিতিতে আপনার প্যান কার্ড পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।
Published at : 23 Aug 2023 07:11 AM (IST)
আরও দেখুন






















