এক্সপ্লোর
Gold Rate Today: আজ বাংলায় সোনা-রুপোর দর কত?
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।
![প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/ef862c57867467bc5d954809336b02fd1691047924651485_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ বাংলায় সোনা-রুপোর দর
1/10
![প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/4b5e112788ff7ed645061b576f03c989f8aee.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল?
2/10
![মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/142f0f12138dead719ccf93c33ea7d74f9801.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।
3/10
![বৃহস্পতিবার ৩ অগস্ট কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯০৯টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/2d2d8482b3d064250381f77f5225b9dec4d9e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতিবার ৩ অগস্ট কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯০৯টাকা।
4/10
![আজ ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭০৮ টাকা এবং ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৭৭ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/2f4127622e7dcd0f2fe57b93a5e489208f197.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭০৮ টাকা এবং ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৭৭ টাকা।
5/10
![৩ অগস্ট বৃহস্পতিবার অর্থাৎ আজ ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭০৪ টাকা। অন্যদিকে প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭২,৩৫০ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/1ab38bb5ddbba3fb063ead168152d965e57c7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
৩ অগস্ট বৃহস্পতিবার অর্থাৎ আজ ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭০৪ টাকা। অন্যদিকে প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭২,৩৫০ টাকা।
6/10
![সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/6ad55278786df903db8b224fa79f3ad6a58f8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
7/10
![সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। ২৪ ক্যারাটের সোনা। সবচেয়ে খাঁটি হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/d25a151fcb4dfa36fdb9fe0882af799590969.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। ২৪ ক্যারাটের সোনা। সবচেয়ে খাঁটি হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
8/10
![১৮ ক্যারাটের সোনা- সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/f28f2817387523133949c43bb3798a33a7cab.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
১৮ ক্যারাটের সোনা- সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
9/10
![24 carats (995) মানে কী- fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/3924509443827b132f75ace6175c74f9345fe.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
24 carats (995) মানে কী- fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা।
10/10
![এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা, তার fineness ৯১৬, ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/07ce647c60f0be2dfa36937982cedb6151851.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা, তার fineness ৯১৬, ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
Published at : 03 Aug 2023 01:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)