এক্সপ্লোর
আজ কোনও কিছু প্রাপ্তির যোগ ‘মিথুন’ জাতকদের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
1/12

পিতার শরীর নিয়ে চিন্তা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। পেটের যন্ত্রণা বাড়তে পারে। ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল।পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক থেকে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
2/12

ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ। পড়াশোনার জন্যআজ কোনও বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারের ব্যয় বাড়তে পারে। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা। জলপথে কোনও বিপদ থেকে সাবধান থাকা দরকার।
Published at :
আরও দেখুন






















