এক্সপ্লোর
Anubrata Mandal Arrested : চড়াম চড়াম ঢাক থেকে নকুলদানা-গুড়-বাতাসা ঝলকে ভাইরাল অনুব্রত
অনুব্রত মণ্ডলের সুবাদেই ঠাকুরঘরের চৌহদ্দি ডিঙিয়ে বঙ্গ রাজনীতির আঙিনায় এসে হাজির হয়েছিল নকুলদানা। চড়াম চড়াম ঢাক থেকে খেলা হবে, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি একাধিকবার হয়েছেন ভাইরাল। একঝলকে।
Anubrata Mandal, CBI, Cow Smuggling Scam, Viral
1/10

খেলা হবে - বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল ‘খেলা হবে’ (Khela Hobe) শব্দবন্ধ। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আম-জনতার মুখে মুখে ঘোরে এই স্লোগান। উৎপত্তি নিয়ে সংশয় থাকলেও অনুব্রত মণ্ডলের মুখেই যে তা প্রচার লাভ করেছিল, সে বিষয়ে একমত সকলেই।
2/10

নকুলদানা- ভোটের প্রাক্কালে বিরোধীদের নকুলদানা খাওয়ানোর কথা জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। ঠাকুরঘরের চৌহদ্দি ডিঙিয়ে বঙ্গ রাজনীতির আঙিনায় আসা নকুলদানাই রাজ্যজুড়ে এদিন বিলি করেছে বিজেপি।
Published at : 11 Aug 2022 03:17 PM (IST)
আরও দেখুন






















