এক্সপ্লোর
Hamoon Update : এগোচ্ছে হামুন, ঝোড়ো হাওয়া বইবে উপকূলে, দিঘা-মন্দারমণিতে বিনোদন অ্যাক্টিভিটি বন্ধ রাখতে নির্দেশ
Cyclone Hamoon Update : সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিনত বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়।
এগোচ্ছে হামুন
1/8

দিঘার আরও কাছে ঘূর্ণিঝড় হামুন। এই মুহূর্তে দিঘা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
2/8

সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিনত বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। তবে দিক পরিবর্তন করে বাংলাদেশের অভিমুখে। পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। জানালেন আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ কুমার দাস।
Published at : 24 Oct 2023 03:18 PM (IST)
আরও দেখুন






















