এক্সপ্লোর
Dilip Ghosh : একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর, উপহারে কী দিলেন লকেট, সুকান্ত? কে কে থাকছেন বিয়েতে?
সঙ্ঘের প্রচারক থেকে এবার সংসারী হতে চলেছেন দিলীপ ঘোষ। তাই সতীর্থদের অনেকেই সকাল সকাল পৌঁছে গিয়েছেন তাঁর নিউটাউনের আবাসনে।
একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর
1/10

নিউটাউনে একটু পরেই চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। পাত্রীও দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী । ছাদনাতলা হচ্ছে না। এক্কেবারেই আইনি মতে ছিমছাম বিয়ে।
2/10

জানা গিয়েছে, ২০২১ সালে পরিচয় হয় তাঁদের। ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় দুজনের । যদিও আগে থেকেই বিজেপির কর্মী ছিলেন রিঙ্কু । সম্প্রতিই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
Published at : 18 Apr 2025 12:36 PM (IST)
আরও দেখুন






















