এক্সপ্লোর
Anupam Hazra : 'আমার জন্য কোনও চেয়ারও রাখা হয় না' শাহের সভার আগে বিস্ফোরক অনুপম, ঠিক কী কী বললেন?
Anupam Hazra Explosive statement : অনুপমের প্রশ্ন, সামনের বছর যেখানে লোকসভা নির্বাচন, সকলের সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করার কথা, সেখানে এমন হচ্ছে কেন !

বিস্ফোরক অনুপম, ঠিক কী কী বললেন?
1/9

বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিস্ফোরক অনুপম হাজরা! এবার অমিত শাহর সভার আগে ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
2/9

বুধবার ধর্মতলায় বিজেপির সমাবেশ। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে, দলের একাংশের বিরুদ্ধেই ফের আক্রমণাত্মক অনুপম হাজরা।
3/9

তাঁর দাবি, প্রতিদিন তিনি ১৫০-২০০ করে ফোন পান বিভিন্ন জেলার বিজেপি কর্মীদের থেকে। তাঁরা অভিযোগ করেন, তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না। তাঁদের কোনও পদে রাখা হয়নি অথচ তাঁরা বছর ২০ ধরে পার্টি করছেন, মোদিজিকেও তাঁরা খুব ভালবাসেন।
4/9

অনুপমের প্রশ্ন, সামনের বছর যেখানে লোকসভা নির্বাচন, সকলের সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করার কথা, সেখানে এমন হচ্ছে কেন ! যে মানুষরা মোদিকে জেতানোর জন্য আকুল, তাঁদের কোণঠাসা করে রাখার মানে কী !
5/9

বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তিনি আরও বলেন, বঙ্গ বিজেপি আমায় এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্বের সভায় আমায় ডাকা হয় না।
6/9

তিনি আরও বলেন, উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।
7/9

অনুপম বলেন, অমিত শাহের সভায় তিনি আমন্ত্রণ পাননি। নিজেকে রাজ্য বিজেপি দ্বারা বঞ্চিত বলে দাবি করেন তিনি। বলেন, উচ্চতর নেতৃত্ব এলে কখনও সময়ে ডাক পাই না।
8/9

অনুপমের দাবি, এই ধরনের উচ্চতর নেতৃত্বের সভার ক্ষেত্রে তিনি ডাক পান না। এবারেও যেমন তিনি ডাক পাননি।
9/9

অনুপম বলেন, রাজ্য বিজেপির ১ টি কোর কমিটি রয়েছে ২৬ জনের। সেখানেই তাঁকে রাখা হয়নি। 'এখান থেকেই বোঝা যাচ্ছে রাজ্য বিজেপি আমায় কতটা ভালবাসে'
Published at : 27 Nov 2023 03:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
