এক্সপ্লোর
Mamata Banerjee : মাতলেন ডান্ডিয়া নাচের তালে, জৈন সমাজের অনুষ্ঠানে ভিন্ন মুডে মমতা বন্দ্যোপাধ্যায়
Jain Society : ধনধান্যে অডিটোরিয়ামে মহাবীর জৈনের নির্বাণ দিবস উপলক্ষে, আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee
1/9

জৈন সমাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন কলকাতায় মহাবীরের নামে রাস্তার নামকরণের।
2/9

ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত মহাবীরের নির্বাণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
3/9

যেখানে ডান্ডিয়া নাচে পা মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
4/9

নাচের পর চেনা মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, কী সুন্দর ডান্স করল বহিন লোগ। আমি আজ ডান্ডি নাচে পায়ে মিলায়া। আমি আজ দেখা, আজই শিখা, আজই ডান্স কিয়া।
5/9

মহাবীর জৈনের ২ হাজার ৫৫০ তম নির্বাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী।
6/9

এদিনের অনুষ্ঠানে তাঁর কাছে, বর্ধমানে কিছু জমি চাওয়া হয় উদ্যোক্তাদের তরফে। তাছাড়াও, কলকাতায় মহাবীর জৈনের নামে রাস্তার নামকরণের আর্জি জানান একজন। দু'ক্ষেত্রেই সম্মতি জানান মুখ্যমন্ত্রী।
7/9

অনুষ্ঠানের মাঝে মুখ্যমন্ত্রী বলেন, মহাবীর জৈনের গান শুনলে দিল খুশ হয়ে যায়। ইন্ডিয়া বড় রাষ্ট্র। অনেক ধর্মকা মানুষ রাহতে হ্যায়।
8/9

মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত্যোক্তাদের বলেন, সুখ চাই, শান্তি চাই। সবাইকে নিয়ে সমাজ। বর্ধমানে কী করতে হবে, লিখে দিন। করে দেব। পরেশনাথ মন্দিরে যা করার করে দিয়েছি।
9/9

মহাবীর জৈন জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন ৭২ বছর বয়সে। দিনটিকে পালন করা হয় মহাবীরের নির্বাণ দিবস হিসেবে।
Published at : 07 Sep 2023 09:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























