এক্সপ্লোর
PM Modi: 'BJP পশ্চিমবঙ্গ নিয়ে বড় স্বপ্ন দেখে..', রাজ্যে এসে কী বার্তা প্রধানমন্ত্রী মোদির ? দেখুন হাইলাইটস
PM Modi ON Employment Development Industry : রাজ্যে এসে কী বার্তা প্রধানমন্ত্রী মোদির ? দেখুন একনজরে
'BJP পশ্চিমবঙ্গ নিয়ে বড় স্বপ্ন দেখে..', রাজ্যে এসে কী বার্তা প্রধানমন্ত্রী মোদির ? দেখুন হাইলাইটস
1/10

এদিন মোদি বলেন, কোটি কোটি টয়লেট। ঘরে ঘরে নল জল।হাজার কিমি সড়ক। এয়ারপোর্ট। ঘরে ঘরে ইন্টারনেট। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য পাচ্ছে। পশ্চিমবঙ্গে ট্রেন কানেকশন উন্নত হয়েছে। কলকাতা মেট্রোর দ্রুত বিকাশ হচ্ছে। রাস্তা চওড়া হচ্ছে। অনেক স্টেশন আধুনিক হচ্ছে। ROB তৈরি হচ্ছে। সব কাজ বাংলার জীবন উন্নত করার জন্য। উড়ান ব্যবস্থা উন্নত করা হয়েছে।
2/10

পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের ৬ রাজ্যে গ্যাসলাইন পাতা হচ্ছে। ঘরের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। পরিকাঠামো উন্নত হলে CNG-তে গাড়ি চলবে। দুর্গাপুরে নানা প্রকল্প হচ্ছে। ২৫-৩০ লক্ষ ঘরে গ্যাস যাবে। রোজগার মিলবে। মা-বোনেদের সুবিধা হবে। ১৫০০ কোটি টাকা দুর্গাপুরের বিনিয়োগ হয়েছে, বলেন প্রধানমন্ত্রী।
Published at : 18 Jul 2025 11:54 PM (IST)
আরও দেখুন






















