এক্সপ্লোর
RG Kar Case: ফের CGO কমপ্লেক্স অভিযান, 'আর কতদিন সময় চাই, জবাব দাও CBI..'
CGO Abhijan On RG Kar Case: ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান।

ফের CGO কমপ্লেক্স অভিযান, 'আর কতদিন সময় চাই, জবাব দাও CBI..'
1/10

৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান।
2/10

'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা।
3/10

'আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই' ,সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল।
4/10

একদিকে যখন আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুরু হল চার্জ গঠনের প্রক্রিয়া।
5/10

অন্য়দিকে তখন সিবিআইয়ের ওপর চাপ বৃদ্ধি করতে এবং বাকি অপরাধীদের নাম চার্জশিটে যোগ করার দাবিতে পথে নামল মহিলারা।
6/10

'জাগো নারী, জাগো বহ্নিশিখার' ব্য়ানারে করুণাময়ী থেকে সিবিআইয়ের দফতর পর্যন্ত চলল মিছিল। উঠল স্লোগান।
7/10

জাগো নারী জাগো বহ্নিশিখার নামের সংগঠনের ডাকে মহিলাদের সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান।
8/10

গত মাসেই আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট পেশ করে সিবিআই।
9/10

তাতে নাম ছিল ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম। সেই নিয়ে প্রশ্ন তুলে আগেই পথে নেমেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন।
10/10

জেলবন্দি সঞ্জয়ের বিরুদ্ধেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। ১০ অগাস্ট যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
Published at : 04 Nov 2024 03:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
